বক্সিং ডে টেস্টেও খেলা হচ্ছে না হ্যাজেলউডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হ্যাজেলউডের তোপে তিনদিনেই জিতে গেল অস্ট্রেলিয়া
২৮ জুন ২৫
২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইনের ইনজুরির জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে এই টেস্টেও খেলা হচ্ছে না জস হ্যাজেলউডের। তার পরিবর্তে স্কট বোল্যান্ডকেই দলে রেখে দিলো অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টের দল থেকে কোনও পরিবর্তনই আনেনি অস্ট্রেলিয়া। গুঞ্জন ছিল, এই টেস্টেই ফিরতে পারেন হ্যাজেলউড। কিন্তু সামনেই টানা টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি। আর তাই হ্যাজেলউডের সঙ্গে আলোচনা করে সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, 'হ্যাজেলউডকে দলে সুযোগ দেয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। তবে তার ইনজুরি এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আর তাই আলোচনার পর সে নিজেকে সরিয়ে নিয়েছে। আজ আমরা শক্ত মনোবলের দল গঠন নিয়ে অনেক আলোচনা করেছিলাম। যা দারুণ এক উদাহরণ।'
শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া
১ ঘন্টা আগে
ব্রিসবেনের গ্যাবায় সিরিজের প্রথম টেস্ট খেলে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। সেই ম্যাচে প্রোটিয়াদের ছয় উইকেটে হারায় অজিরা। একইসঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কামিন্সের দল।
বক্সিং ডে টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।