দলের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু

১৯ ঘন্টা আগে
সাকিব আল হাসান ও ইফতেখার রহমান মিঠু

মিরপুর টেস্টে আশা জাগিয়েও জিততে পারল না বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিনের লড়াকু দুটি ইনিংসে শেষ পর্যন্ত তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত। ম্যাচ হারলেও ইতিবাচকতা নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ। দলের ক্রিকেটারদের লড়াকু মনোবল এবং সম্মিলিত প্রচেষ্টায় মুগ্ধ হয়েছেন সাকিব আল হাসান।


ম্যাচ জিততে শেষদিনে একশ রানের দরকার ছিল ভারতের। হাতে ছিল ছয় উইকেট। চতুর্থ দিনের শুরুতেই অবশ্য লাগাম টেনে ধরার চেষ্টা করে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের সামন??? রীতিমতো ধুঁকছিল ভারতের ব্যাটাররা।


promotional_ad

আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা জয়দেব উনাদকাটকে (১৩) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বাংলাদেশকে পথ দেখান অধিনায়ক সাকিব। তারপর দুই ওভারের ব্যবধানে ঋষভ পান্ত (৯) ও অক্ষর প্যাটেলকে (৩৪) ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন মিরাজ।


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১৬ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

দ্বিতীয় ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করে এই অলরাউন্ডার। যদিও শেষরক্ষা হয়নি। ভারতের হয়ে ২৯ রানে আইয়ার ও ৪২ রানে অশ্বিন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।


ম্যাচ শেষে সাকিব বলেন, 'সবাই অবদান রাখার চেষ্টা করেছে। এই মাঠে আমরা দারুণ খেলেছি। শ্রেয়াস এবং অশ্বিন চাপে থেকে ভালো ব্যাটিং করেছে। আমাদের আরও একটি উইকেট দরকার ছিল। এটা নিয়ে এখন অনেক কিছুই ভাবতে পারি, তবে যেমনটা হয়েছে তাতে আমরা খুশি।'


'দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে আমি বোলিং করতে পারিনি। তবে এখানে ভালো বোলিং করতে পেরে খুশি। দলের মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। আশা করি, পরের বছর টেস্টে আমরা ভালো ফলাফল করব।'


ম্যাচের প্রথম ইনিংসে মুমিনুল হকের ৮৪ রানের সুবাদে ২২৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩১৪ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের ৭৩ এবং নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের ৩১ রানের দুটি ইনিংসে ২৩১ রান করে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball