'চেন্নাইকে নেতৃত্ব দেবেন স্টোকস'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস

২৫ জুন ২৫
বেন স্টোকস, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর শুরুর আগে নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেব দায়িত্ব নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর টুর্নামেন্টের মাঝ পথে নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ান এই অলরাউন্ডার। যার ফলে আবারও নেতৃত্ব ভার পরে ধোনির কাঁধে। তবে আসন্ন আসরে চেন্নাইকে নেতৃত্ব দেবে বেন স্টোকস এমনটাই বলেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টেইরিস।


গত আসরে আইপিএলে নাম দেননি স্টোকস। এবার মিনি নিলামে নাম দেয়ার পর তার দল পাওয়াটা অনুমিতই ছিল। সেখান থেকেই ১৬ কোটি ২৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে চেন্নাই। যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক। এরা আগে কোনো ক্রিকেটারকে দলে পেতে এত টাকা খরচ করেনি তারা।


স্টোকসের পেছনে বড় অঙ্কের এই অর্থ খরচ করার অব??্য বেশ কিছু কারণ রয়েছে। ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে মিডিয়াম পেস, সবমিলিয়ে একজন কার্যকরী অলরাউন্ডার। তাছাড়া অনেকের মতেই, এটাই ধোনির শেষ আসর হওয়ায় এখন থেকেই স্টোকসে অধিনায়কত্ব দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।


promotional_ad

স্টেইরিস বলেন, 'আমি মনে করি সে (স্টোকস) অধিনায়ক হবে। আমরা দেখেছি, ধোনি নেতৃত্ব ছেড়ে দিয়েছিল এবং ছেড়ে দেয়ার চেষ্টা করছে। সে আইপিএলের বাইরে নিয়মিত ক্রিকেট খেলছে না। এটা (স্টোকসকে নেতৃত্ব দেয়া) ধোনির জন্য একটি বড় সুযোগ। আমি মনে করি, তারা এটিই করবে। স্টোকস অধিনায়ক হতে যাচ্ছে।'


এদিকে গত আসরেই নেতৃত্ব ছেড়েছিলেন ধোনি। ফ্র্যাঞ্চাইজিটির পরিকল্পনা ছিল, ধোনির অবর্তমানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমন কাউকে এখন থেকেই পরিচর্যা করে গড়ে তোলা। এই পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়কত্ব পেয়েছিলেন জাদেজা।


সেই আসরে জাদেজার অধীনে আট ম্যাচের মাত্র দুটিতে জয় পায় দল। নেতৃত্ব নেয়ার পর থেকে নিজের পারফরম্যান্সেও ভাটা পড়ে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। মূলত এরপরই চেন্নাইয়ের দায়িত্ব ছাড়েন জাদেজা। টুর্নামেন্টের মাঝ পথে তাই আবারও ধোনিকেই দায়িত্ব দেয় চেন্নাই। 


আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও আইপিএলের ইতিহাসের অন্যতম সেরাও ভাবা হয় তাকে। ধোনির নেতৃত্বে আইপিএলের ৯ আসরেই ফাইনাল খেলেছে ফ্র্যাঞ্চাইজিটি।


এর মধ্যে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ আইপিএলের শিরোপা ঘরে তোলে দলটি। তবে ক্যারিয়ারের শেষ লগ্নে আসায় নতুন অধিনায়ক হিসেবে জাদেজার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন ধোনি। তবে দলকে সাফল্য এনে দিতে পারেনিনি জাদেজা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball