পিসিবির অন্তর্বর্তীকালীন নির্বাচকের দায়িত্বে শহিদ আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
১৬ ঘন্টা আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক শহিদ আফ্রিদি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পিসিবি।
তিন সদস্যের এই নির্বাচক দলে আফ্রিদি ছাড়াও আছেন আব্দুল রাজ্জাক এবং রাও ইফতেখার আনজুম। আস???্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করবেন এই ত্রয়ী। পারফরম্যান্সের ওপর ভরসা করে দীর্ঘমেয়াদেও এই দায়িত্ব পেতে পারেন তারা।

পিসিবির নতুন সভাপতি নাজাম শেঠি বলেন, 'আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নিবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।'
'শহিদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ডর ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছেন, তরুণদের সাহায্য করেছেন। আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।'
এদিকে নতুন দায়িত্ব পেয়ে দারুণ খুশি আফ্রিদি। নিজের সবটুকু উজাড় করে দিতে চান পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার।
তিনি বলেন, 'আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দিব। আমি দ্রুতই একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।'
মাত্র একদিন আগে দায়িত্ব পেয়ে মোহাম্মদ ওয়াসিমকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে বরখাস্ত করেন নাজাম শেঠি। এই ঘটনার একদিন পরই আফ্রিদিকে প্রধান নির্বাচকের চেয়ারে বসালেন তিনি। পুরো পিসিবিকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে নাজামের।