অবসরের আগে আইপিএল খেলার স্বপ্ন ছিল রাজার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে সিকান্দার রাজার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। সেই পারফরম্যান্সের সুবাদেই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন তিনি।
রাজাকে ৫০ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এবারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। সুযোগ পেয়ে রাজা প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অবসরের আগে আইপিএলে খেলার স্বপ্ন ছিল তার। সেটাই এবার সত্যি হয়েছে।

রাজা বলেন, 'আমি সবসময়ই ভাবতাম যে অবসরের আগে সিভিতে আইপিএল যোগ করতে পারলে ভালো হবে। যেকোনও আইপিএল দলে সুযোগ পেলেই আমি খুশি হতাম। তবে নিজে পাঞ্জাবি মুন্ডা হয়ে পাঞ্জাবে সুযোগ পেয়ে আমি আপ্লুত।'
ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা
১০ জুলাই ২৫
আন্তর্জাতিক ব্যস্ত সূচি তো রয়েছেই। বিশ্ব জোড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ রাজা। প্রায় প্রতি বছরই বিপিএল, পিএসএলে খেলে থাকেন তিনি। এ বছরের জানুয়ারিতে আবারও বিপিএলে খেলবেন রাজা। এরপরই আইপিএল খেলতে পাঞ্জাব দলে যোগ দেবেন।
আইপিএলের যখন নিলাম চলছিল রাজার অস্বস্তি বাড়ছিল। সেই সঙ্গে ইন্টারনেট কানেশনও ঠিক ছিল না। নিলাম চলার সময় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। অবশ্য পাঞ্জাব কিনে নেয়ার পরই সব দুশ্চিন্তা উবে গিয়েছিল জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের।
নিজের অনুভূতির কথা জানিয়ে রাজা বলেন, 'আমি শান্ত ছিলাম। মাঝে মাঝে নার্ভাসও হয়ে পড়ছিলাম। আমি নিলামের আগে সমস্ত আবেগের মধ্য দিয়ে গিয়েছি। হোটেলে ফিরে আমি এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিলাম বারবার। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল।'