অবসরের আগে আইপিএল খেলার স্বপ্ন ছিল রাজার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে সিকান্দার রাজার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। সেই পারফরম্যান্সের সুবাদেই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন তিনি।


রাজাকে ৫০ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এবারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। সুযোগ পেয়ে রাজা প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অবসরের আগে আইপিএলে খেলার স্বপ্ন ছিল তার। সেটাই এবার সত্যি হয়েছে। 


promotional_ad

রাজা বলেন, 'আমি সবসময়ই ভাবতাম যে অবসরের আগে সিভিতে আইপিএল যোগ করতে পারলে ভালো হবে। যেকোনও আইপিএল দলে সুযোগ পেলেই আমি খুশি হতাম। তবে নিজে পাঞ্জাবি মুন্ডা হয়ে পাঞ্জাবে সুযোগ পেয়ে আমি আপ্লুত।'


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

১০ জুলাই ২৫
জিম্বাবুয়ে দল

আন্তর্জাতিক ব্যস্ত সূচি তো রয়েছেই। বিশ্ব জোড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ রাজা। প্রায় প্রতি বছরই বিপিএল, পিএসএলে খেলে থাকেন তিনি। এ বছরের জানুয়ারিতে আবারও বিপিএলে খেলবেন রাজা। এরপরই আইপিএল খেলতে পাঞ্জাব দলে যোগ দেবেন। 


আইপিএলের যখন নিলাম চলছিল রাজার অস্বস্তি বাড়ছিল। সেই সঙ্গে ইন্টারনেট কানেশনও ঠিক ছিল না। নিলাম চলার সময় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। অবশ্য পাঞ্জাব কিনে নেয়ার পরই সব দুশ্চিন্তা উবে গিয়েছিল জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের।


নিজের অনুভূতির কথা জানিয়ে রাজা বলেন, 'আমি শান্ত ছিলাম। মাঝে মাঝে নার্ভাসও হয়ে পড়ছিলাম। আমি নিলামের আগে সমস্ত আবেগের মধ্য দিয়ে গিয়েছি। হোটেলে ফিরে আমি এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিলাম বারবার। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball