দ্বিতীয় সেশন নিয়ে তাইজুলের আক্ষেপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাহুলের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে থামল ভারত

২ ঘন্টা আগে
লোকেশ রাহুল, ফাইল ফটো

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়ে স্বস্তি ফিরিয়েছিলেন তাইজুল ইসলাম। যদিও এই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। একের পর এক ক্যাচ মিস আর সুযোগ হাতছা??া করে ভারতের দুই ব্যাটার শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তকে হাতখুলে খেলার সুযোগ করে দিয়েছে টাইগাররাই।


১৯ রানে প্রথম জীবন পাওয়ার পর ২১ রানে আবারও জীবন পান আইয়ার। তাকে স্টাম্পিংয়ের সহজ সুযোগ মিস করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এরপর জীবন পেয়েছেন পান্ত। সাকিবের বলে লং অনেক ক্যাচ তুলে ছিলেন এই ভারতীয় ব্যাটার। কিন্তু বাউন্ডারিতে ফিল্ডিং করা মুশফিকুর রহিম ক্যাচ নিতে পারেননি। 


promotional_ad

দুই ব্যাটারই জীবন পেয়ে দ্বিতীয় সেশনে টাইগার বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ওভার প্রতি ৫.৬০ করে ১৪০ রান তুলেছেন এই দুই ব্যাটার। পান্ত ৪৯ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন। আর ৬০ বলে ৫০ রানে পৌঁছান আইয়ার।


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১৬ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

দিনের খেলা শেষে দ্বিতীয় সেশন নিয়েই আক্ষেপ করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। তার মনে হয় দ্বিতীয় সেশনে উইকেট না পেলেও রান কম দিলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকতো বাংলাদেশের হাতে। যদিও দিন শেষেও বাংলাদেশ সঠিক পথেই আছে বলে মনে করেন তাইজুল।


তিনি বলেন, 'সব মিলিয়ে বলতে গেলে মিডল সেশনটা আসলে একটু আমাদের ব্যয়বহুল হয়ে গেছে। আমরা যদি ওই সময়টা আরও একটু কম রান দিয়ে রাখতে পারতাম, উইকেট যদি নাও আসত, একটু কম রান দিলে আরও ভালো অবস্থায় থাকতে পারতাম। তারপরও আমি বলব যে আমরা খুব যে খারাপ জায়গায় আছি তা না।'


দ্বিতীয় দিনের শেষ সেশনে ভারত ৬ উইকেট হারিয়েছে। ফলে হাতে ১০ উইকেট থাকলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না বাংলাদেশ। তাইজুলও ভালো করার বিকল্প দেখছেন না। তিনি বলেন, 'উইকেট আমার কাছে এখনো ওরকম খারাপ কিছু মনে হচ্ছে না। উইকেট নরমালি এখনো স্বাভাবিকই আছে। এখন আমাদের ভালো...করতে হবে আর কি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball