পিসিবির প্রধান নির্বাচকের পদ থেকে বরখাস্ত ওয়াসিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে কাঁপিয়ে আইসিসির মাসসেরা ওয়াসিম
৮ জুন ২৫
মোহাম্মদ ওয়াসিমকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটির প্রধান পদ থেকে অপসারণ করা হয়েছে। তার নেতৃত্বাধীন যে কমিটি সেটিকেও অকার্যকর বলে ঘোষণা করেছেন পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠি।
২০২০ সালের ডিসেম্বরে পিসিবির নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান ওয়াসিম। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকার কথা ছিল তার। কিন্তু নতুন চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পরই বাদ পড়লেন তিনি।

ইএসপিএন ক্রিকইনফোকে নাজাম শেঠি বলেন, 'আমরা সকল কমিটি বাতিল করে দিচ্ছি। ২০১৯ সালের সংবিধান অনুযায়ী যা ছিল সবই বাতিল করা হচ্ছে। আমরা সংবিধান অনুযায়ী সব আবারও গড়ে তুলব।'
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
১৬ ঘন্টা আগে
এর আগে গত ২২ ডিসেম্বর পিসিবির চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে পরবর্তী চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় নাজাম শেঠিকে।
ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর রমিজকে অপসারণ করার খবরটি সরকারি ঘোষণার মাধ্যমে জানায় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান সরে যাওয়ার পর থেকেই অবশ্য গুঞ্জন চলছিল, যেকোনো মুহূর্তে পিসিবি চেয়ারম্যানের পদ থেকেও বাদ পড়বেন রমিজ।
নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া নাজাম আগেও পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিসিবির বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিসিবি) মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
এবার নাজামের সঙ্গে ১৪ সদস্যের কমিটিও দেয়া হয়েছে। এই কমিটিতে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও পাকিস্তানের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মির।