promotional_ad

দুবাইয়ের হয়ে খেলবেন রুট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

৩ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

কয়েক দিন আগেই সাউথ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সিরিজের দলে নেই জো রুট। ইংল্যান্ডের সাবেক এই টেস্ট অধিনায়ক এই সময়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) খেলবেন।


আইএলটি-টোয়েন্টির অভিষেক আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে জো রুটকে। এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ইতোমধ্যেই দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রুট। টুইটারে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


আগামী জানুয়ারিতে আইএলটি-টোয়েন্টির প্রথম আসরে মাঠে গড়াতে যাচ্ছে। যেখানে তারকা সমৃদ্ধ দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে ক্যাপিটালস। ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটারেকে দলে ভিড়িয়ে চকমও দিয়েছে তারা।


promotional_ad

এই তালিকায় আছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার রবিন উথাপ্পা এবং ইউসুফ পাঠান। এই দুইজনও লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হট কেক ছিলেন ইউসুফ। তার পাওয়ার হিটিং যেকোনো দলের জন্যই বাড়তি পাওয়া।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

২৩ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

এদিকে আরেক ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি আইএলটি-টোয়েন্টিতে অংশ নিচ্ছে এমআই এমিরেটস নামে। তারাও বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। গত ৯ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারজন দেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করে এমআই কতৃপক্ষ।


এই চার ক্রিকেটার হলেন মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, বৃত্তিয়া আরভিন্দ এবং জাহুর খান। সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি দলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় তারকা ওয়াসিম। হামিদ বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে আছেন। তাছাড়া পেসার জাহুরও বল হাতে দুর্দান্ত সময় পার করছেন।


তাছাড়া বেশ কয়েক দিন আগেই ফ্যাঞ্চাইজিটি তাদের অধিনায়কের নামও ঘোষণা করেছে। এমিরেটসের হয়ে অধিনায়কত্ব করবেন কাইরন পোলার্ড। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার দীর্ঘদিন খেলেছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।


পোলার্ডের নেতৃত্বে তারকা সমৃদ্ধ দলই গড়েছে এমিরেটস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ক্যারিবিয়ান ড্রোয়াইব ব্রাভো, নিকোলাস পুরাণ, কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball