তামিমের লড়াইয়ের পর উত্তরাঞ্চলের হার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
১৬ ঘন্টা আগে
বিসিএলে প্রথম রাউন্ডে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। কিন্তু উত্তরাঞ্চলের ব্যাটারদের ব্যর্থতায় সেটা আর হলো না। এক তানজিদ হাসান তামিম ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত উত্তরাঞ্চলকে ১৬৮ রানে হারিয়ে বিসিএলের এবারের আসর শুরু করলো দক্ষিণাঞ্চল।
৩৮১ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে উত্তরাঞ্চল অলআউট হয়েছে ২১২ রানে। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল ৯ উইকেটে ২২২ রান করে ইনিংস ঘোষণা করে। আর নিজেদের প্রথম ইনিংসে উত্তরাঞ্চল অলআউট হয়েছিল ১১১ রানে।
ম্যাচের শেষ দিন জয়ের জন্য ২৬১ রান প্রয়োজন ছিল উত্তরাঞ্চলের। অন্যদিকে দক্ষিণাঞ্চলের জয়ের জন্য তুলে নিতে হতো ৮ উইকেট। শেষ পর্যন্ত দ্রুতই উত্তরাঞ্চলকে অলআউট করে ফজলে মাহমুদের দল। শেষ দিনে মাত্র ৩০ ওভার খেলতে পারে উত্তরাঞ্চল।
তৃতীয় দিন বিকেলের অবিচ্ছিন্ন জুটিকে ৫০ রানে নিয়ে যান তামিম ও সানজামুল ইসলাম। দিনের ১৩তম ওভারে সানজামুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। এরপর আর কোনো ব্যাটার তামিমকে সঙ্গ দিতে পারেননি।

একপ্রান্ত আগলে রেখে প্রথম শ্রেণির ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম। ৬২তম ওভারে অপুর বলে মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তরুণ এই ব্যাটার। ১২৩ বল খেলে ৯ চার ও ১ ছয়ে ৭৬ রান করেন তিনি।
অষ্টম ব্যাটার হিসেবে তামিম সাজঘরে ফেরার অর উত্তরাঞ্চলের ইনিংসে আর কোনো রানই যোগ হয়নি। প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও ৪ উইকেট পেয়েছেন অপু। হাসান মাহমুদের শিকার ৩ উইকেট। এর সঙ্গে প্রথম ইনিংসের ৪ উইকেট মিলিয়ে ম্যাচে ৭ উইকেট পেয়েছেন এই পেসার।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি দক্ষিণাঞ্চল (১ম ইনিংস): ২২২/৯ (ডিক্লে.)
বিসিবি উত্তরাঞ্চল (১ম ইনিংস): ১১১
বিসিবি দক্ষিণাঞ্চল (২য় ইনিংস): ২৬৯
বিসিবি উত্তরাঞ্চল (২য় ইনিংস): ২১২ (তানজিদ ৭৬, সানজামুল ১৩, আমিনুল ৭, নাঈম ইসলাম ০, নাসির ৩, আকবর ২, সাইফ উদ্দিন ০*, সালাউদ্দিন ০, নাহিদ ০; সুমন ১৩-৪-৩১-২, হালিম ১১-১-৩৫-১, নাজমুল ১৭.৩-২-৬৬-৪, হাসান ১৬-১-৪৯-৩, নাহিদুল ৬-২-১৫-০)