ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বতীকালীন কোচের দায়িত্বে কোলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া
১ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পেলেন আন্দ্রে কোলি। ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ মেয়াদী হেড কোচ খুঁজে বের করার আগ পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন সাবেক এই সহকারী কোচ।
গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ার পর দেশটির দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন ফিল সিমন্স। তারপর সিমন্সের দুই সহকারী কোচ রডি ইস্টউইক ও ব্যাটিং কোচ মন্টি দেশাইকেও অব্যাহতি দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

২০১৬ সালে, এর আগের মেয়াদে যখন সিমন্স ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান তখন তার সহকারী ছিলেন কোলি! ভারপ্রাপ্ত কোচ হিসেবে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের মিশন শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।
জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা সফরে ক্যারিবিয়ানদের দায়িত্ব নেবেন তিনি। জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। পুরুষ এবং নারী ক্রিকেটের জাতীয় দলে এর আগে বিভিন্ন সময়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
জাতীয় দলে কখনোই খেলেননি কোলি। জ্যামাইকার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণির ক্যারিয়ার মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। কোচ হিসেবে অবশ্য ভালোই অভিজ্ঞ তিনি।