পাকিস্তানের টেস্ট দলে কামরান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
১৬ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার কামরান গুলাম।
কিউইদের বিপক্ষে সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হতে পারে কামরানের। মূলত আজহার আলির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে এই মিডল অর্ডার ব্যাটারকে। আজহার টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ায়, লম্বা সময়ের জন্য কামরানকে পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট।

এই সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছেন হা???ান আলি। সর্বশেষ ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন না এই পেসার। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পাননি তিনি। বাজে পারফরম্যান্সের কারণেই তিনি দলের বাইরে ছিলেন।
আগামী ২৬ ডিসেম্বর করাচি টেস্ট দিয়ে মাঠে গড়াবে দুই দলের মাঠের লড়াই। এরপর ৩-৭ জানুয়ারী মুলতানে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নোমান আলী, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, সৌদ শাকিল, শান মাসুদ ও জাহিদ মেহমুদ।