টেস্টে মনোযোগ দিতে আইপিএল নিলাম ছাড়লেন ওকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল
৫ ঘন্টা আগে
২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ক্রিস ওকস। মূলত আসন্ন গ্রীষ্মে ইংল্যান্ডের টেস্ট দলে নিয়মিত হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই বোলিং অলরাউন্ডার।
আর এই সিদ্ধান্ত নিতে ওকসকে সাহায্য করেছেন ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি। ইংল্যান্ডের টেস্ট দল বর্তমানে দারুণ খেললেও দলের সঙ্গে নেই ওকস। ব্রেন্ডন ম্যাককালামের ব্যাজ বল ক্রিকেটের অংশ হতে চান তিনিও।

ওকস বলেন, 'এটা কোনোভাবেই সহজ সিদ্ধান্ত ছিল না। আমি সেখানে এখনও যাওয়ার ইচ্ছা পোষণ করছি। কেননা অর্থনৈতিকভাবে বা সবমিলিয়ে এটা দারুণ একটি আসর। কিন্তু শুধুমাত্র অর্থের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত আমি নিতে পারি না।'
'আমার অনেকের সাথে কথা হয়েছে। কিছু ফ্র্যাঞ্চাইজির সাথেও কথা হয়েছে। গত গ্রীষ্মে আমি ইংল্যান্ডের হয়ে কোনো ম্যাচই খেলিনি। এবার আশা করি ইংল্যান্ড দলের সঙ্গে দারুণ একটি গ্রীষ্ম উপভোগ করব। টেস্ট পরিকল্পনায় আমি এখনও আছি যা আমাকে রব পরিষ্কারভাবেই জানিয়েছে। তবে এর জন্য আমাকে অবশ্যই ফিট থাকতে হবে। আমার হাঁটু ঠিক রাখতে হবে।'
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১টি ম্যাচ খেলেছেন ওকস। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে এখন পর্যন্ত ৩০টি উইকেট নিয়েছেন তিনি।
বিশেষ করে ডেথ বোলার হিসেবে দারুণ চাহিদা আছে তার। যার কারণে নিলাম শুরুর আগেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আলাদাভাবে তার সঙ্গে যোগাযোগ শুরু করে।