বিপিএলে দল পেলেন ইমাদ ওয়াসিমও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘টাকা অসম্ভবকেও সম্ভব করে’, রাজার ভ্রমণ নিয়ে ইমাদ
২৬ মে ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর যেন পাকিস্তানের ক্রিকেটারদের মিলনমেলা। এবার সেখানে যোগ দিচ্ছেন ইমাদ ওয়াসিমও। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দেখা যাবে পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
লম্বা সময় ধরেই জাতীয় দলে নেই ইমাদ। জাতীয় দলে না থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। এসময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগসহ (সিপিএল) বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন। এবার দেখা যাবে বিপিএলেও।

বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদি রিজওয়ান, হাসান আলী, আবরার আহমেদ এবং খুশদিল শাহর মতো ক্রিকেটারদের।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
২ ঘন্টা আগে
গুঞ্জন আছে বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যেতে পারে শাদাব খানকেও। এ ছাড়া ঢাকা ডমিনেটরসের হয়ে শান মাসুদ, আহমেদ শেহজাদ, ফরচুন বরিশালে মোহাম্মদ ওয়াসিম, ইফতেখার আহমেদ, খুলনা টাইগার্সের হয়ে ওয়াহাব রিয়াজ, নাসিম শাহরা খেলবেন।
এ ছাড়া রংপুর রাইডার্সের হয়ে খেলবেন হারিস রউফ, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ। সিলেটের হয়ে মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিসরা।