promotional_ad

রেহানের রেকর্ড, উল্লাসের অপেক্ষায় ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

সবচেয়ে কম বয়সে ইংলিশ ক্রিকেটার হিসেবে করাচিতে টেস্ট অভিষেকের কীর্তি গড়েছেন রেহান আহমেদ। অভিষেক ম্যাচে গড়লেন সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার কীর্তিও। প্যাট কামিন্সের রেকর্ড ভাঙার দিনে পাকিস্তানকে আটকে দিলেন ডানহাতি এই লেগ স্পিনার। করাচিতে সহজ লক্ষ্য তাড়??য় ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার উল্লাসে মাততে বেন স্টোকসদের চাই আর কেবলই ৫৫ রান। হাতে ৮ উইকেট আর দুদিন।


জয়ের জন্য ১৬৭ রান তাড়ায় ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তারা দুজন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৮৭। ক্রলি ও ডাকেটের জুটি ভাঙেন আবরার আজমেদ। ডানহাতি এই লেগ স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।


promotional_ad

তিনে নেমে সুবিধা করতে পারেননি রেহান। আবরারের বলে বোল্ড হওয়ার আগে করেছেন মাত্র ১০ রান। তবে দারুণ ব্যাটিংয়ে ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডাকেট। শেষ দিকে তাকে সঙ্গ দিয়েছেন স্টোকস। তৃতীয় দিন শেষে ডাকেট ৫০ এবং স্টোকস অপরাজিত রয়েছেন ১০ রানে।


এর আগে বিনা উইকেটে ২১ রান নিয়ে ব্যাটিং শুরু করে পাকিস্তান। দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর জ্যাক লিচকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিয়ে আসেন শান মাসুদ। বাঁহাতি এই ব্যাটার আউট হয়েছেন ২৪ রানে। একই ওভারে সাজঘরে ফিরেছেন আজহার আলী। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অভিজ্ঞ এই ব্যাটার এদিন খালি হাতেই ফিরে গেছেন।


লিচকে উইকেট দিয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিকও। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়ে ২৬ রানে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন তিনি। এরপর অবশ্য পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন বাবর আজম ও সৌদ শাকিল। তবে দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর বিদায় নিলে আবারও ব্যাটিং ধস হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত স্বাগতিকরা থামে ২১৬ রানে। তাতে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৬৭ রান। ইংল্যান্ডের হয়ে রেহান পাঁচটি এবং লিচ নিয়েছেন তিনটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball