'ওয়ার্নার-মার্শের বিকল্প রাখা উচিত'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আসরে নিয়মিত খেলেছেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন এই দুই অজি তারকা। তবে ওয়ার্নারের বয়স আর মার্শের ফিটনেস বিবেচনায় দলে তাদের বিকল্প রাখা উচিত বলে মনে করেন ইরফান পাঠান।
আসন্ন আইপিএলকে সামনে রেখে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। আগামী ২৩ ডিসেম্বর কচিতে ক্রিকেটারের দলে ভেড়াতে লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে দিল্লি মোট ২০ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাই নিলামে দুইজন বিদেশীসহ সর্বোচ্চ পাঁচ জন ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিটি।

এই মিনি নিলামের আগে মোট ১৯ কোটি ৪৫ লাখ রুপি হাতে আছে দিল্লির। যেখান থেকে তারা সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার নিতে পারবে। এখান থেকেই ওয়ার্নার এবং মার্শের বিকল্প হিসেবে দুইজন ক্রিকেটারকে দলে ভেড়াতে দিল্লিকে পরামর্শ দিয়েছেন ইরফান।
কামিন্স-হেডদের ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল ঘোষণা
৪ জুন ২৫
তিনি বলেন, 'ওয়ার্নারের একজন বিকল্প রাখা উচিত। সে দিন দিন তরুণ হচ্ছে না। আপনার এমন একজন দরকার যে তার (ওয়ার্নারের) মতো দায়িত্ব নেবে, আক্রমণাত্মক খেলবে। মিচেল মার্শেরও বিকল্প রাখা উচিত কারণ সে বার বার চোটে পড়ছে।'
কচির নিলামে উন্মুক্ত আছেন বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার। যেখান থেকে বেন স্টোকস, জেসন হোল্ডার, নিকোলাস পুরাণ কিংবা স্যাম কারানের মতো তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য।
ইরফান বলেন, 'আপনার ২০ কোটি রুপি এখনও হাতে আছে। এই টাকায় আপনি নিলাম থেকে একজন বিশ্বমানের অলরাউন্ডার দলে ভেড়াতে পারেন। তাছাড়া একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটারও দলে নিতে পারেন, যে ম্যাচ ফিনিশিং করতে পারবে।'