রাব্বিকে তিনে না খেলিয়ে উপায় ছিল না: ডমিঙ্গো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

২ ঘন্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

চট্টগ্রাম টেস্টে তামিম ইকবালের অনুপস্থিতিতে ইনিংস ওপেন করেন নাজমুল হোসেন শান্ত। এরফলে তিন নম্বরে ব্যাটিং করেছেন ইয়াসির আলি রাব্বি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে সেটা কাজে লাগাতে পারেননি এই ডানহাতি ব্যাটার। দুই ইনিংসেই ব্যর্থ ইয়াসিরের আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। অবশ্য তিন নম্বরে খেলানোর মতো আর কোনো ব্যাটারও ছিল না একাদশে, তাই বাধ্য হয়েই রাব্বিকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।


প্রথম ইনিংসের প্রথম বলেই শান্তকে হারিয়েছিল বাংলাদেশ। তাই প্রথম ওভারেই মাঠে নামতে হয় রাব্বিকে। তিন নম্বরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ এই ব্যাটার। ৪ রান করে উমেশ যাদবের বলে সাজঘরে ফিরেছেন তিনি। তবে তার বোল্ড হওয়ার ধরন ছিল খুবই বাজে। টেস্ট ক্রিকেটে একজন টপ অর্ডার ব্যাটারের সঙ্গে যা খুবই বেমানান।


promotional_ad

রাব্বির সামনে সুযোগ ছিল দ্বিতীয় ইনিংসে নিজেকে প্রমাণ করার। কারণ ১২৪ রানের ওপেনিং জুটিতে দলকে ভালো ভীত গড়ে দিয়েছেন দুই ওপেনার। কিন্তু এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে পারলেন না রাব্বি। ৪ রান করে এবারও পরিস্কার বোল্ড হয়েছেন এই ডানহাতি ব্যাটার। অক্ষর প্যাটেলের মিডল স্ট্যাম্পের ওপর করা বল সামান্য টার্ন করে বেরিয়ে যাওয়ার সময় রাব্বির অফ স্ট্যাম্প তুলে নেয়।


রাব্বিকে তিনে খেলানো প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, 'আমরা ব্যাটিং অর্ডার কিছুটা অদল বদল করেছি কারণ তিন নম্বরের জন্য কেউ ছিল না। আমরা টপ অর্ডারে ডান-বাম সমন্বয় রাখতে চেয়েছি। নিউজিল্যান্ডে সে ভালো খেলেছিল দুই টেস্টে। সে রানের দিকে ছিল। সেজন্য আমরা তাকে তিনে নামিয়েছি। কারণ সাকিব, মুশফিক, লিটন বা সোহানকে তিনে নামাতে পারতাম না। যদি উপরে ব্যাট করার জন্য আদর্শ জায়গার কথা বলেন, চট্টগ্রাম হলো সেই জায়গা। এটা বেশ ভালো উইকেট, নতুন বলে ব্যাট করার জন্য আদর্শ সময়।'


চট্টগ্রামে ফেল করা রাব্বি টিকে গেছেন ঢাকা টেস্টের দলেও। তবে একাদশে তার খেলা নিয়ে খানিকটা অনিশ্চয়তা আছে। আর সেটা নির্ভর করছে চোটমুক্ত সাকিব আল হাসানকে পাওয়া না পাওয়ার ওপর। সাকিব বল করতে না পারলে ইয়াসিরের বদলে একজন বাড়তি বোলার একাদশে খেলতে পারেন। সেক্ষেত্রে আবার তিনে কাকে খেলানো হবে তা নিয়ে থাকবে দ্বিধা।


এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন,  'এটা নির্ভর করছে দলের সমন্বয়ের উপর (ইয়াসিরের ঢাকায় তিনে নামা)। আমরা আশা করছি সাকিব কিছুটা বল করতে পারবে। এটা নিয়ে ভাবা দরকার। মিরপুরের উইকেটের ধরন ভিন্ন। আমি সেখানে খুব অদল বদল করতে চাইব না। মিডল অর্ডার এই মুহূর্তে থিতু আছে, কাজেই যেখানে সুযোগ পায় তাকে সেটা কাজে লাগাতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball