উইকেট ভালো আছে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: মিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
২ ঘন্টা আগে
শুভমান গিল ও চেতেশ্বর পূজারার সেঞ্চুরির সঙ্গে প্রথম ইনিংসের ২৫৪ রানের লিড, ভারত শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করলো পাঁচশ পেরিয়ে। ৫১৩ রানের তাড়ায় বাংলাদেশের সময় দুদিন, সঙ্গে তৃতীয় দিনের শেষ বিকেলের ১২ ওভার। পাহাড়সম লক্ষ্য তাড়ায় শেষ বিকেলের পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেলেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান। দারুণ ব্যাটিংয়ে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। বাকি সময়টুকু ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেললে চট্টগ্রাম টেস্টে ইতিবাচক ফলাফল পাবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস মেহেদি হাসান মিরাজের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জয়ের জন্য ৫১৩ রান তাড়ায় শেষ বিকেলে সাবধানী শুরু করলেন শান্ত ও জাকির। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হওয়ায় শান্ত এদিন টিকে আছেন ৪২ বলে ২৫ রান করে। তাকে সঙ্গ দেয়া জাকির অপরাজিত ৩০ বলে ১৭ রানে।

ম্যাচ জিততে সাকিব আল হাসানের দলের প্রয়োজন এখনও ৪৭১ রান, হাতে সময় দুদিন। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছু নেই, তাই ব্যাটাররা কিছুটা হলেও সুবিধা পাবেন। তবে আগামীকাল সকালের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে দুই দলের জন্যই। আজকে ১২ ওভার খেলার পরও বল অনেকটা নতুনই রয়ে গেছে, তাই সকালে ভারতীয় পেসারদের সামলাতে বেগ পেতে হবে বাংলাদেশের ব্যাটারদের।
মিরাজ বলেন, 'ওইরকম পরিকল্পনা ঠিক করা যাবে না। কারণ এখনও দুই দিন বাকি। রানও অনেক বাকি। আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের খেলতে থাকতে হবে। অবশ্যই এই ম্যাচে ফল আসবে। হয় আমরা জিতব, না হয় ওরা জিতবে। একটা জিনিস হলো, ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।'
এদিকে প্রথম ইনিংসে ভারত ৪০৪ রান করার পর স্রেফ ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ভারত ফলোঅন না করিয়ে শুভমান গিল ও চেতশ্বর পূজারার দুই সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে যোগ করে আরও ২৫৮ রান। তাই এই উইকেট নিয়ে ব্যাটারদের কোনো অজুহাত দেখছেন না মিরাজ।
বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, 'উইকেট তো ভালো ছিল, এখনও ভালো আছে। একটা জিনিস কী যে, বাস্তবায়ন করাটা খুব জরুরি। ভালো সিদ্ধান্ত নেওয়া, পরিষ্কার মানসিকতা নিয়ে খেলা খুব জরুরি। আমার মনে হয়, ব্যাটসম্যানরা আমরা বুঝতে পেরেছি আমাদের কোথায় ঘাটতি রয়েছে, প্রথম ইনিংসে আমরা কীভাবে আউট হয়েছি। আমি আশা করি ভালো একটা খেলা হবে, হার-জিত তো অনেক পরের ব্যাপার। এখনও দুই দিন বাকি আছে। আমি আশা করি আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলবে।'