বিগ ব্যাশে ১৫ রানে অল আউট সিডনি থান্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলিন ডি গ্র্যান্ডহোম ও ক্রিস লিনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ছন্নছড়া সিডনি থান্ডার। অ্যাডিলেডের লড়াইয়ের পুঁজি তাড়ায় উইকেটে দাঁড়াতেই পারলেন না অ্যালেক্স হেলস-রাইলি রুশোরা। ব্যাটারদের আসা-যাওয়ায় মাত্র ১৫ রানে অল আউট হয় সিডনি। যা শুধুমাত্র বিগব্যাশ নয়, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেরই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর তাতে ১২৪ রানের বড় জয় তুলে নিয়েছে অ্যাডিলেড।


১৪০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে সিডনি থান্ডারের ব্যাটিং লাইনআপ। শুরুটা হয়েছিল ম্যাথু গ্লিকসকে দিয়ে। দলীয় ২ রানে ডাক খেয়ে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার অ্যালেক্স হেলসও রানের খাতা খুলতে পারেননি। দুই ওপেনারই একই ইনিংসে ডাক খেয়েছেন।


promotional_ad

তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দলের প্রথম ব্যাটার হিসেবে রানের খাতা খুলেন রাইলি রুশো। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৫ বলে ৩ রান করে সাজঘরে ফিরেছেন এই প্রোটিয়া ব্যাটার। ৫ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে ধুকছিল সিডনি।


সেই বিপদ আরও বাড়িয়ে ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন অধিনায়ক জেসন সানহা। ৭ রানে ৪ উইকেট হারানোর পর দলীয় ৯ রানে ড্যানিয়েল শামসকেও হারায় তারা। একই রানে ফেরেন অ্যালেক্স রোজও। আর দুই অঙ্ক স্পর্শ করতে ৮ উইকেট হারায় সিডনি।


তখনও সিডনির ইনিংসে কোনো ব্যাটারই বল সীমানা ছাড়া করতে পারেননি। তবে ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে ব্রেন্ডন ডগেট প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। যা তাদের ইনিংসে প্রথম এবং একমাত্র। শেষ পর্যন্ত ৫ ওভার ৫ বলে ১৫ রান তোলে অলআউট হয়ে সিডনি। অ্যাডিলেডের হয়ে ৩ রানে ৫ উইকেট শিকার করেছেন হেনরি থর্নটন।


এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলেছে অ্যাডিলেড। দলের হয়ে  সর্বোচ্চ ৩৬ রান এসেছে ক্রিস লিনের ব্যাট থেকে। আর ২৪ বলে ৩৩ রান করেছেন কলিন ডি গ্র্যান্ডহোম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball