টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আজহার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

২ ঘন্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত পাঁচজন ক্রিকেটার সাদা পোশাকে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছেন। তাদের পথেই হাঁটছিলেন আজহার আলি। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ৯৭তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন তিনি। তবে সেঞ্চুরির এই এলিট ক্লাবে নাম লেখানো হচ্ছে না এই ব্যাটারের।


আগামীকাল শুরু হতে যাওয়া করাচি টেস্টই আন্তর্জাতিক ক্রিকেটে আজহারের সর্বশেষ ম্যাচ। কারণ আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই তিনি টি-টোয়েন্টি খেলেননি। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন আজহার।


promotional_ad

সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে ভালো যাচ্ছিল না আজহারের। সর্বশেষ ৮ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসের একটাতেও বড় রান করতে পারেননি। আউট হয়েছেন যথাক্রমে ২৭ ও ৪০ রান করে।


বিদায় বেলায় নিজের ক্যারিয়ার নিয়ে অবশ্য বেশ তৃপ্ত এই ব্যাটার। তিনি বলেন, 'বেশির ভাগ লক্ষ্য পূরণ করেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। খুব বেশি মানুষ দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পায় না, আমি পেরেছি। লেগস্পিনার হিসেবে ক্রিকেটার জীবন শুরু করে টেস্ট ব্যাটিং লাইনআপের একজন হয়ে অবসর নেয়া—এটাই আমার জীবনের সুন্দরতম মুহূর্ত, যা আজীবন নিজের মধ্যে ধারণ করে যাব।’


আজহার পাকিস্তানের হয়ে সাদা পোশাকে ৪২.৪৯ গড়ে এখন পর্যন্ত করেছেন ৭ হাজার ৯৭ রান। যেখানে তিনি একটি ট্রিপলসহ সেঞ্চুরি হাঁকিয়েছেন মোট ১৯ টি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করা পাঁচজনের মধ্যেও আছেন তিনি। 


আজহার পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব পেয়েছিলেন ২০১৯ সালে। তার নেতৃত্বে ৯ টেস্ট খেলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছিল পাকিস্তান। এর আগে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ওয়ানডে দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball