ড্রাফট শেষে পিএসএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

ড্রাফটের আগেই সর্বোচ্চ ৮ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগ নিজেদের দলের সেরা তারকাদের রেখে দেয় তারা। স্কোয়াডে সাজাতে বাকি দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো হয় ড্রাফট থেকে। 


১৫ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত হয়ে গেল পিএসএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশের ৩০ ক্রিকেটার নাম দিলেও দল পাননি কেউই। অবিক্রিত রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, সোহেল তানভীর এবং আহমেদ শেহজাদের মতো ক্রিকেটারও। ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের ৮ম আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ মার্চ।


ড্রাফট শেষে পিএসএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড-


promotional_ad

ইসলামাবাদ ইউনাইটেড- শাদাব খান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, আসিফ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফজলহক ফারুকী, আজম খান, ফাহিম আশরাফ, হাসান আলি, কলিন মুনরো, পল স্টার্লিং মইন আলী, আবরার আহমেদ, শোয়েব মাকসুদ, রুমান রেইস, জিশান জামির, হাসান নওয়াজ এবং মুবাসির খান।


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

২ ঘন্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

করাচি কিংস- ইমাদ ওয়াসিম (অধিনায়ক), হায়দার আলী, মোহাম্মদ আমির, শোয়েব মালিক, আমির ইয়ামিন, মীর হামজা, শারজিল খান, ম্যাথু ওয়েড, ইমরান তাহির, জেমস ভিন্স, জেমস ফুলার, অ্যান্ড্রু টাই, তাবরাইজ শামসি, তৈয়ব তাহির, মোহাম্মদ আখলাক, কাসিম আকরাম, ইরফান খান নিয়াজি এবং মোহাম্মদ উমর।


লাহোর কালান্দার্স- শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), রশিদ খান, ফখর জামান, হারিস রউফ, হোসাইন তালাত, ডেভিড ভিসা, আব্দুল্লাহ শফিক, হ্যারি ব্রুক, কামরান গুলাম, জামান খান, সিকান্দার রাজা, লিয়াম ডওসন, দিলবার হোসেন, মির্জা তাহির বেগ, আহমেদ দানিয়াল, শাহওয়াইজ ইরফান, জর্ডান কক্স এবং জালাত খান।


মুলতান সুলতান্স- মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ডেভিড মিলার, জশ লিটল, খুশদিল শাহ, রাইলি রুশো, শান মাসুদ, শাহনেওয়াজ দাহানি, টিম ডেভিড, আদিল রশিদ, আকিল হোসেন, উসামা মির, উসমান খান, সামিন গুল, আনোয়ার আলি, সারওয়ার আফ্রিদি, আব্বাস আফ্রিদি, আরাফাত মিনহাস এবং ইহসানউল্লাহ।


পেশোয়ার জালমি- বাবর আজম (অধিনায়ক), ভানুকা রাজাপাকশে, রভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, মুজিব উর রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হারিস, দানিশ আজিজ, আরশাদ ইকবাল, আমির জামাল, সালমান ইরশাদ, সাইম আইয়ুব, উসমান কাদির, সুফিয়ান মুকীম, হাসিবউল্লাহ খান, জিমি নিশাম ও টম কোহলার ক্যাডমোর।


কোয়েটা গ্ল্যাডিয়েটর্স- সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মার্টিন গাপটিল, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, জেসন রয়, ওডিন স্মিথ, মোহাম্মদ হাসনাইন, নাভিন উল হক, উমর আকমল, উইল স্মিদ, আহসান আলি, উমাইদ আসিফ, মোহাম্মদ জাহিদ, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, আইমাল খান এবং উমাইর বিন ইউসুফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball