ইংল্যান্ডের 'চ্যাম্পিয়ন' মানসিকতার নেপথ্যে মরগান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২ ঘন্টা আগে
একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত এক দশকে ইংল্যান্ড দলে যে উল্লেখযোগ্য যে পরিবর্তন হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো মানসিকতা। ইংল্যান্ডের এই দলের মানসিকতা বদলে দেয়ার নেপথ্যে ছিলেন ইয়ন মরগান।
ইংলিশদের চ্যাম্পিয়ন মাসিকতার জন্য সাবেক এই অধিনায়ককে কৃতিত্ব দিয়েছেন মঈন আলী। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপরই মূলত নিজেদের বদলাতে শুরু করে ইংলিশরা। এর ফলও তারা পেয়েছে হাতেনাতে।

মরগানকে কৃতিত্ব দিয়ে মঈন বলেন, 'এই ব্যাপারটি নিয়ে অনেক আগে বলেছি। আমার মনে হয় এখন আমরা অনেক ভালো দল। মরগান আমাদের মানসিকতা বদলাতে দুর্দান্ত কাজ করেছে। এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ যে আমাদের একটি গঠনের মধ্যে নিয়ে আসা।'
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
এখন ব্যাটিং বোলিং দুই জায়গাতেই ইংল্যান্ড দলে বেশ স্বাচ্ছন্দ্য রয়েছে বলে জানালেন মঈন। তিনি বলেন, 'এখন আমরা ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি, ভিন্ন ভিন্ন দলের সঙ্গেও। ভিন্ন ভিন্ন বোলার ব্যবহার করছি ডে ওভারে এবং ব্যাটিং অর্ডারেও এখন স্বাচ্ছন্দ্য রয়েছে। দল আরও ভালো হতে চলেছে।'
ইংল্যান্ড যেভাবে বৈশ্বিক শিরোপা জিততে এখন সব দলই তাদের অনুসরণ করবে বলে মনে করেন মঈন। বিশেষ করে অস্ট্রেলিয়া যখন বৈশ্বিক আসরগুলোতে প্রভাব বিস্তার করতো তখন সব দল অস্ট্রেলিয়াকেই অনুসরণ করতো। তাই এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন এই ইংলিশ অলরাউন্ডার।
তার ভাষ্য, 'একটি দল যখন জিততে থাকে, অস্ট্রেলিয়ার কথাই ধরতে পারেন। তারা সব ট্রফি জিতে নিয়েছে। সবাই তাদের অনুসরণ করতে চায়। এখন ইংল্যান্ড ৫০ ওভারের ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং এখন সব চাইবে আমাদের অনুসরণ করতে।'