বিদেশি কোচরা ভারতের ক্রিকেট নষ্ট করেছে: গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘যা চেয়েছো নির্বাচকরা সবই দিয়েছে, এবার রেজাল্ট এনে দাও’

২৮ জুন ২৫
ফাইল ছবি

বিদেশি কোচরা ভারতের ক্রিকেটকে নষ্ট করেছে বলে দাবি করেছেন গৌতম গম্ভীর। ভারতে ক্রিকেটে যেসব উন্নতি হয়েছে সবকিছুর পেছনেই তিনি দেশি কোচদের কৃতিত্ব দেখছেন। এর উদাহরণ দিতে গিয়ে লাল চাঁদ রাজপুতের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি তুলে ধরেছেন তিনি।


একই কোচের অধীনে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজও জিতেছিল ভারত। যদিও অর্জনের কথা বলতে গেলে সবাই গ্যারি কারস্টেনের অধীনে ওয়ানডে বিশ্বকাপ জয়কেই সামনে নিয়ে আসেন। মূলত এ কারণেই চটেছেন ভারতীয় সাবেক ওপেনার।


promotional_ad

গম্ভীর বলেন, 'হ্যা আমরা বিদেশি কোচ চাই না আমাদের দলের জন্য। তারা শুধু আমাদের ক্রিকেট ও দলকে নষ্ট করেছে। ভারতের কোচদের নিয়ে কি সমস্যা হয়েছে? তারা কি ভুল করেছে? আমরা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি লাল চাঁদ রাজপুতের অধীনে।'


আরো পড়ুন

‘সঠিক পরিবেশ’ পেলে আবারো পাকিস্তানের কোচ হতে রাজি কারস্টেন

১৫ জুন ২৫
গ্যারি কারস্টেন, ফাইল ফটো

তিনি যোগ করেন, 'আমরা অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজও জিতে ছিলাম একই কোচের অধীনে। কিন্তু আমরা কি মনে রেখেছি ২০১১ বিশ্বকাপ জয় এবং সেটা গ্যারি কারস্টেনের অধীনে। ডানকান ফ্লেচার এবং জন রাইট কি করেছে? আমাদের স্থানীয় ক্রিকেটার ও কোচদের ওপর ভরসা রাখতে হবে।'


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ অবদান ছিল গম্ভীরের। তবে এসব অর্জনে বোলারদেরও কৃতিত্বের কমতি দেখছেন না তিনি। বিশেষ করে জহির খান ও হরভজন সিংয়ের নাম উল্লেখ্য করেছেন সাবেক বাঁহাতি ব্যাটার।


সাবেক সতীর্থদের অবদানের কথা স্মরণ করে গম্ভীর বলেন, 'কেন আমরা সবসময় ক্রিকেটারদের বিশ্বকাপ ফাইনালে ৯৭ ও ৯১ রানের ইনিংস মনে রাখি? জহির খান ও হরভজন সিং ভারতের জয়ে অনেক বড় অবদান রেখে এবং তাদের অবদানও ব্যাটারদের সমান। তাদেরকেও আমাদের মনে রাখা উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball