নির্বাচকদের আশা 'বীরের' মতোই ফিরবেন ফাওয়াদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ

২৭ জানুয়ারি ২৫
ম্যাচ জেতার পর ওয়েস্ট ইন্ডিজ দল, পিসিবি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফাওয়াদ আলম। এই মিডল অর্ডার ব্যাটারের পরিবর্তে পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন সৌদ শাকিল। আসন্ন এই সিরিজে ফাওয়াদকে বাদ দেয়ার ব্যাখ্যা দিয়েছেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।


তিনি মনে করেন ফাওয়াদ একজন 'যোদ্ধা'। তিনি পারফর্ম করেই আবার বীরের বেশে পাকিস্তান দলে ফিরবেন। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তাকে বাদ দেয়া ছাড়া উপায় ছিল না বলেও জানিয়েছেন পিসিবির এই কর্মকর্তা।


promotional_ad

তিনি বলেছেন, 'ফাওয়াদ একজন যোদ্ধা। সে ভালো পারফরম্যান্স করে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছে। যাই হোক, সে আগের সিরিজে ভালো পারফর্ম করতে পারেনি। এ কারণেই আমরা সৌদ শাকিলকে নিয়েছি।'


অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজটি ব্যাট হাতে সত্যিই ভালো যায়নি ফাওয়াদের। তিন ম্যাচের টেস্ট সিরিজে মোটে তিনি রান করেছিলেন ৩৩। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে তিনি ব্যাট হাতে করেছিলেন ২৫ রান।


২০০৯ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন সবাইকে। অবশ্য এর দুই ম্যাচ পরই তাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। এরপর প্রায় এক দশক টেস্ট দলের বাইরে ছিলেন ফাওয়াদ। ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে পারফর্ম করে আবারও তিনি দলে ফেরেন।


১৯ টেস্ট খেলা ফাওয়াদ ব্যাট হাতে এক হাজার ১১ রান করেছেন ৩৮.৮৮ গড়ে। ৫টি সেঞ্চুরির সঙ্গে তার ব্যাট থেকে এসেছিল দুটি হাফ সেঞ্চুরিও। এদিকে আগামী এক ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ হবে মুলতান ও করাচিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball