মিঠুনের নেতৃত্বে ভারতের বিপক্ষে খেলবেন মুমিনুল-মোসাদ্দেকরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গাজী ক্রিকেটার্সকে হারিয়ে আবাহনীর সাতে ছয়

২১ মার্চ ২৫
আবাহনীর জয়ে ৭৬ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

জাতীয় দলে নিজের জায়গা হারানোর পর থেকেই বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। ওয়েস্ট ইন্ডিজের পর ভারতেও তার অধীনে সফর করেছে বাংলাদেশ। এবারের ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিনি। 


মিঠুনকে অধিনায়ক করে প্রথম চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত এবং শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা।


promotional_ad

লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই মুমিনুল। অফ ফর্মের কারণে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বও হারিয়েছেন তিনি। প্রায় বছর দেড়েক ধরে ব্যাট হাতে রান পাচ্ছেন না বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। 


আরো পড়ুন

বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের

৩০ এপ্রিল ২৫
সিলেট টেস্টে ১০ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

কদিন আগে শেষ হওয়া এনসিএলেও রান করতে পারেননি। তবুও তাকে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে রেখেছে বিসিবি। মূলত মুমিনুলকে ফেরাতেই এমন চেষ্টা দেশটির ক্রিকেট বোর্ডের। এদিকে ওয়ানডে দল থেকে জায়গা হারানো মোসাদ্দেক এবং শরিফুলকে রাখা হয়েছে চারদিনের ম্যাচের স্কোয়াডে।


আগামী ২৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত। ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম চারদিনের ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।


বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ এবং সুমন খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball