নাইমের ব্যাটে সাউথ জোনের তিনে তিন, মুশফিকদের বিদায়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলে ফেরায় রংপুরের হয়ে খেলা হচ্ছে না নাইমের

২৫ জুন ২৫
ফাইল ছবি

কামরুল ইসলাম রাব্বির দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ইসলামী ব্যাংক ইস্ট জোনের ব্যাটাররা। ব্যাট হাতে পুরোটা সময় ধুঁকতে থাকা মুশফিকুর রহিমের ব্যাটে কেবল লড়াইয়ের পুঁজি পেয়েছিল তারা। তবে সাউথ জোনের ব্যাটারদের সঙ্গে লড়াই জমিয়ে তুলতে পারেননি রেজাউর রহমান রাজা-এবাদত হোসেনরা। নাইম শেখের ৮২ রানের ইনিংসে সহজেই জয় পায় সাউথ জোন। তাতে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। ফাইনালে ওঠা সাউথ জোনের জয়ে বিসিএল থেকে বিদায় নিয়েছে মুশফিকদের ইস্ট জোন।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে জয়ের জন্য ১৭১ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সাউথ জোন। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। শেখ মেহেদির বলে উইকেটকিপার প্রিতম হাসানের গ্লাভসে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফেরেন এই উইকেটকিপার ব্যাটার। 


promotional_ad

তিনে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি জাকির হাসান। বাঁহাতি এই ব্যাটারও উইকেট দিয়েছেন মেহেদিকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা তানভীর ইসলামের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানেই সাজঘরে ফেরেন জাকির। এরপর অবশ্য নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে দারুণ জুুটি গড়ে তোলেন ওপেনার নাইম। তারা দুজনে মিলে যোগ করেন ১০৪ রান। 


৭১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া নাইম ফিরলে ভাঙে তাদের এই জুটি। দারুণ ব্যাটিং করা নাইম ৮২ রানে বোল্ড আউট হয়েছেন মেহেদির বলে। পরের ওভারে আউট হয়েছেন অভিজ্ঞ নাঈম ইসলাম। তানভীরের বলে প্রিতমের গ্লাভসে ক্যাচ ২৬ রানে আউট হয়েছেন তিনি। এরপর আর কোন উইকেট হারাতে দেননি নাসির হোসেন এবং তৌহিদ হৃদয়। 


তাদের দুজনের জুটিতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ জোন। ২৩ রানে নাসির এবং হৃদয় অপরাজিত ছিলেন ২০ রানে। ইস্ট জোনের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মেহেদি। এ ছাড়া একটি উইকেট নিয়েছেন তানভীর। 


এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইস্ট জোন। তবে মুশফিকের ৬৮ রানের ইনিংসের উপর ভর করে ১৭০ রানের পুঁজি পায় তারা। এ ছাড়া রাজা ২২ এবং তানভীর অপরাজিত ১৯ রান করেছেন। সাউথ জোনের হয়ে চারটি উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball