আইপিএলের নিলাম নিয়ে ভাবছেন না উইলিয়ামসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

৮ জুলাই ২৫
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে তারা নামি দামি অনেক ক্রিকেটারকেই দল থেকে ছেঁটে ফেলেছে। এরই অংশ হিসেবে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে গত কয়েক আসরের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল। এবারের নিলাম কোন দল তাকে দলে ভেড়াবেন, সেটা অবশ্য বুঝতে পারছেন না উইলিয়ামসনও।


উইলিয়ামসনের পাশাপাশি নিকোলাস পুরান, শন অ্যাবটদেরও বাদ দিয়েছে হায়দরাবাদ। দল থেকে বাদ পড়ার পর উইলিয়ামসন তাৎক্ষণিকভাবে জানিয়েছিলেন, তিনি মোটেও অবাক হননি এমন সিদ্ধান্তে। এবার জানালেন, নিলামেও খুব একটা নজর নেই তার।


promotional_ad

কিউই অধিনায়ক বলেন, 'নিলামের ব্যাপারে যেটা বলব, আমাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এটা আমার ওপর নির্ভর করে না। সবাই যার যার দল নিয়ে সিদ্ধান্ত নেবে এবং সেভাবে এগিয়ে যাবে। এভাবেই নিলাম হয়।'


আরো পড়ুন

তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের

২৩ ঘন্টা আগে
মাফাকাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

উইলিয়ামসন সর্বশেষ ৮ বছর ধরে হায়দরাবাদের হয়ে খেলেছেন। ৩৬.২২ গড়ে ১২৬.০৩ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ১০১ রান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ৭৬ ম্যাচের মধ্যে ৪৬টিতেই তিনি অধিনায়ক ছিলেন। ২০২১ সালে ডেভিড ওয়ার্নার নেতৃত্ব ছেড়ে দিলে দায়িত্ব পান উইলিয়ামসন।


শুধু উইলিয়ামসনই নন আইপিএলের নতুন আসরের আগে ১৪ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। ফলে নতুন করে দল সাজাতে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে দলটি। হায়দরাবাদের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন উইলিয়ামসন। যার মূল্য ছিল ১৪ কোটি রুপি।


এ ছাড়া নিকোলাস পুরানকে ছেড়ে দেয়ায় ফ্র্যাঞ্চাইজিটি হাতে পেয়েছে ১০.৭৫ কোটি রুপি। সব মিলিয়ে নিলামে দলটি ৪২ কোটি ২৫ লাখ রুপি খরচ করতে পারবে। যা আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ। তারা সর্বোচ্চ ১৩ জন নতুন ক্রিকেটার কিনতে পারবে নিলাম থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball