নেদারল্যান্ডসের বিপক্ষে 'ফিট' মিলারকে পেতে আশাবাদী প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথেই পিঠের চোটে পড়েছেন ডেভিড মিলার। এর ফলে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে ডিএল ম্যাথডে তার দলও হেরেছে ৩৩ রানে।
এই ম্যাচে মিডল অর্ডারে মিলারের শূন্যতা ছিল স্পষ্ট। অবশ্যই এরই মধ্যে সুখবর পেয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন বলে আশাবাদী সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মেডিক্যাল টিমের সদস্য না। তবে আমি মনে করি সতর্কতার জন্য তাকে এই ম্যাচে খেলানো হয়নি। রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের ম্যাচ রয়েছে। আশা করছি এর মধ্যেই ডেভিড ফিট হয়ে যাবে এবং ম্যাচের জন্য তৈরি হবে।'
ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
১৪ জুলাই ২৫
পাকিস্তানের বিপক্ষে ঝুঁকি না নেয়ার জন্য মিলারকে খেলানো হয়নি বলে জানালেন বাভুমা। তার ভাষ্য, 'আমি যতটুকু জানি সে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলার জন্য শারীরিকভাবে প্রস্তুত ছিল না এবং তাকে মাঠে না নামানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা ছিল।'
পাকিস্তানের বিপক্ষে হারলেও সেমিফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে প্রোটিয়ারা। যদিও সবকিছু নির্ভর করছে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের ম্যাচের ওপর। শক্তিমত্তার বিচারে ডাচরা কিছুটা দুর্বল হলেও তাদের হালকা ভাবে নিচ্ছেন না সাউথ আফ্রিকার অধিনায়ক। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরা খেলাটার দিকেই মনোযোগ দিচ্ছেন প্রোটিয়া অধিনায়ক।
তিনি বলেন, 'প্লে অফে যেতে হলে আমাদের অবশ্যই জিততে হবে। আমরা এখন পর্যন্ত যেভাবে খেলেছি এ কারণে আমাদের এখনও আশা আছে। এখন থেকে আমাদের সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই এবং আমরা পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি।'