পরিণত তাসকিন, মুস্তাফিজ আগের রূপে ফিরেছে: উথাপ্পা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন

৪ জুলাই ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। প্রায় প্রতিটি ম্যাচেই শুরুর দিকে প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে মোমেন্টাম এনে দিচ্ছেন এই ডানহাতি পেসার। 


বুধবার হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের ভালো করতে হলে তাসকিনকে জ্বলে উঠতে হবে বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা।


ক্রিকইনফোর ম্যাচ পূর্ব আলোচনায় উথাপ্পা বলেন, 'আমি আগেই কোনো স্টেটমেন্ট দিতে চাই না। তাসকিন বয়সের সঙ্গে সঙ্গে অনেক পর???ণত হয়েছে। সে আগে খুব ধারাবাহিক ছিল না। কিন্তু এখন সে নিজেকে খুঁজে পেয়েছে।'


promotional_ad

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে আছেন অ্যালান ডোনাল্ড। তার ছোঁয়াতেই বাংলাদেশের পেস ব্যাটারির চেহারা অনেকখানি বদলে গেছে। যদিও তাসকিনের উন্নতিতে ডোনাল্ডের হাত আছে কিনা নিশ্চিত নন উথাপ্পা।


আরো পড়ুন

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন উথাপ্পা-ইরফানরা

২৯ মার্চ ২৫
বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি, বিসিসিআই

তাসকিনের বোলিং উপভোগ করছেন জানিয়ে এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'আমি জানি না এটা অ্যালান ডোনাল্ডের ইমপেক্ট কিনা। এখন সে তার বোলিং লেন্থ নিয়ে অনেক নিশ্চিত থাকে। সে এখন লাইন লেন্থ বজায় রেখে বল করে। এটা দেখতে খুব দুর্দান্ত লাগে।'


দীর্ঘদিন ধরেই অফ ফর্মে ভুগেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের বোলিং আক্রমণের নেতৃত্ব থেকেও ছিটকে গেছেন তিনি। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দারুণ বোলিং করেছেন এই বাঁহাতি পেসার।


এক ওভারেই তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। সেই ম্যাচের পারফরম্যান্স দেখেই পুরোনো 'ফিজ' ফিরে এসেছেন বলে মনে করছেন উথাপ্পা। ভারতের বিপক্ষে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলেই মনে করেন তিনি।


উথাপ্পা বলেন, 'এটা দেখে ভালো লাগছে যে মুস্তাফিজ তার 'ফিজ' ভার্সনে ফিরে আসছে। সে কিছুদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে খুবই ভালো স্পেল করেছে। সে অবশ্যই চাইবে সেখান থেকেই ভারতের বিপক্ষে শুরু করতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball