চার উইকেট নিয়ে স্বপ্ন পূরণ করলেন এনগিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অবসর ভেঙে সাউথ আফ্রিকা দলে ডি কক, অধিনায়ক মার্করাম

২২ সেপ্টেম্বর ২৫
কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম

ইনিংসের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেন লুঙ্গি এনগিদি। সবমিলিয়ে চার উইকেট শিকার করে ম্যাচ সেরাও হয়েছেন এই প্রোটিয়া পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা তার প্রথম প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, তার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে দলকে সামনে থেকে ম্যাচ জেতাবেন।


ভারতের ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন এনগিদি। বোলিংয়ে এসেই রোহিত শর্মাকে সাজঘরে ফেরান এই পেসার। পুল করতে গিয়ে আকাশে বল তুলে দেন ভারত অধিনায়ক। একই ওভারে তিন বল পর স্লিপে ধরা পড়েন লোকেশ রাহুল।


promotional_ad

দুই ওপেনারকে হারিয়ে দিশেহারা ভারত ঘুরে দাঁড়ানোর আগেই আবারও আঘাত হানেন এনগিদি। এই পেসারের করা বাউন্সারে পুল করতে গিয়ে সীমানায় ধরা পড়েন কোহলি। ফাইন লেগে দুর্দান্ত এক ক্যাচ নেন কাগিসো রাবাদা।


নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আবারও ব্রেকথ্রু দেন এনগিদি। এবার তার শিকার হার্দিক পান্ডিয়া। এনগিদির করা শর্ট বলে অন সাইডে তুলে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি হার্দিক। এবারও ফল ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ নেন রাবাদা।


এরপর ১৫তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে খুব একটা সুবিধা করতে পারেননি এনগিদি। একটি করে ছক্কা-চারে মোট ১২ রান খরচ করেন এই ওভারে। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি। 


ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এনগিদি বলেন, 'বিশ্বকাপে এমন কিছু অর্জন করা (ম্যাচ সেরার পুরস্কার) এবং দেশের জয়ে সাহায্য করা, এটা আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। যা দীর্ঘ দিন আমার মনে থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball