শুরুর আগেই বিশ্বকাপ বাছাই পর্ব শেষ জাহানারা-ফারজানার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দলে নেই জাহানারা

৬ জানুয়ারি ২৫
ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন জাহানারা আলম, আইসিসি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে গেলেন পেসার জাহানারা আলম। এদিকে কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে থাকায় খেলা হচ্ছে না ফারজানা হকের।


তাদের দুজনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার। শনিবার দলের সঙ্গে যোগ দেবেন তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


promotional_ad

টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন জাহানারা। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৫টি ওয়ানডে খেলা তৃষ্ণা। যদিও টি-টোয়েন্টি খেলা হয়নি তার।


এদিকে ফারজানার বদলি হিসেবে ৮ বছর পর দলে ফিরেছেন সোহেলি। সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের জার্সিতে দেখা গেছে তাকে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে দুটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন সোহেলি।


বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২ টায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে।  ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় ২ টায় স্কটিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।


শেষ ম্যাচে অর্থাৎ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। দুই গ্রুপের শীর্ষ দুই দল ২৫ সেপ্টেম্বর ফাইনালে খেলতে নামবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball