অফ ফর্মের কারণে বাদ রাসেল, অনীহার কারণে নেই নারিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাসেল

১৬ জুলাই ২৫
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের। দল ঘোষণার পরই জানা গেল, ঠিক কী কারণে বাদ পড়েছেন এই দুজন! অফ ফর্মের কারণে বাদ গেছেন রাসেল এবং জাতীয় দলে ফেরার ইচ্ছে না থাকায় ডাকাই হয়নি নারিনকে।


সংযুক্ত আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার মাঠে নেমেছিলেন রাসেল। এরপর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলে আর খেলেননি তিনি। তার সতীর্থ নারিন জাতীয় দলের হয়ে শেষবার খেলেন এরও আগে, ২০১৯ সালের আগস্টে।


promotional_ad

রাসেল প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, 'আমরা রাসেলের পারফরম্যান্সে সন্তুষ্ট নই। যে ধরনের পারফরম্যান্স আমরা তার কাছে প্রত্যাশা করছি তেমন পারফরম্যান্স সে করতে পারছে না। তাই তার জায়গায় এই ফরম্যাটে যারা ভালো করছে তাদেরই দলে জায়গা হয়েছে।'


আরো পড়ুন

নারিন-নরকিয়ার পর ব্যাট বদলে বাধ্য হলেন পরাগ

১৭ এপ্রিল ২৫
পরাগের ব্যাট পরিমাপ করছেন আম্পায়ার, আইপিএল

নারিন প্রসঙ্গে হেইন্সের বক্তব্য, 'নারিনের কাছ থেকে আমরা তেমন আগ্রহ দেখিনি। অধিনায়ক তার সাথে কথা বললেও সে খেলার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি।'


আসন্ন বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। পুরানদের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর। যেখানে তারা খেলতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে। গ্রুপের সেরা দুই দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপের সুপার টুয়েলভে।


ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ইয়ানিক কারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, রেইমন রেইফার এবং ওডেন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball