সবধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন উথাপ্পা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন উথাপ্পা-ইরফানরা

২৯ মার্চ ২৫
বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি, বিসিসিআই

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিন উথাপ্পা। ২০০৭ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারকে আর বাইশ গজে দেখা যাবে না। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) আর খেলবেন না তিনি।


বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক টুইটের মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন উথাপ্পা। এর মাধ্যমে তার ১৬ বছরের ক্যারিয়ারের ইতি ঘটল।


promotional_ad

টুইটারে উথাপ্পা লিখেন, 'দেশ ও নিজের রাজ্য কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সম্মানের। তবে সব ভালো জিনিসের একটা শেষ আছে এবং একটা বড় সিদ্ধান্ত নিয়ে আমি ভারতীয় ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলাম।'


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

১৬ ঘন্টা আগে
আইসিসি

'আমি ২০ বছর ধরে পেশাদার ক্রিকেট খেলেছি এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এটা আমার জন্য অনেক বড় সম্মানের। এরমধ্যে আমি অনেক উত্থান পতন দেখেছি। প্রতিটা মুহূর্ত আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে। আমি এবার আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, আমি জীবনের নতুন মুহূর্ত শুরু করতে মুখিয়ে আছি।'


আন্তর্জাতিক ক্রিকেটে উথাপ্পার অভিষেক হয় ২০০৬ সালে। সেই থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪৬ ম্যাচে ৯৩৪ রান করেন তিনি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেন ১৩টি। ২০০৭ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেন তিনি।


আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন উথাপ্পা। আইপিএল ক্যারিয়ারে ২০৫ ম্যাচে ৪৯৫২ রান করেন তিনি। আইপিএলে শিরোপা জিতেন কলকাতা ও চেন্নাইয়ের হয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball