ছয় মারতে পোলার্ড বা রাসেল হতে হবে না: সুজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৬ মার্চ ২৫
‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না।'- বাংলাদেশের ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের ঘাটতি প্রসঙ্গে বলতে গিয়ে গত জুলাইয়ে এমনটাই বলেছিলেন শেখে মেহেদি। এই অলরাউন্ডার এভাবে চিন্তা করলেও, এমন তত্ত্বে বিশ্বাস রাখছে না টিম ম্যানেজমেন্ট। খালেদ মাহমুদ সুজনের মতে, ছয় মারতে পোলার্ড বা রাসেল হতে হয় না। বাংলাদেশ টিম ডিরেক্টর বিশ্বাস করেন, টেকনিক দিয়েও বড় শট খেলা যায়।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য যেন হ্যালির ধুমকেতু। কালে-ভদ্রে জয়ের দেখা পায় টাইগাররা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স গ্রাফ কেবলই নিম্নমুখী। যেখানে বড় দায় ব্যাটারদের। এই সংস্করণের ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই, অথচ সেখানে ঢের পিছিয়ে বাংলাদেশ।

সুজন বলেন, 'আমার মনে হয়, এই মেসেজটা আমি অনেক আগেই দিয়েছি, ছয় মারতে পোলার্ড বা রাসেল হতে হবে না। আমরা তো তাদের খেলাতেও পারব না। আমাদের লিটনকে ছয় মারতে হবে, যখন দরকার হবে। আমাদের ছেলেরা তো এখন ছয় মারছে।'
‘পাকিস্তানের ৮ ব্যাটারের কেউই জানে না মুস্তাফিজকে কীভাবে খেলতে হবে’
৩ ঘন্টা আগে
সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশ যে দল নিয়ে খেলেছে, ক্রিকেটারদের ম্যাচ সংখ্যার বিচারে সেই দল টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ১০০ ম্যাচ খেলেছেন, এবারের এশিয়া কাপে এমন ক্রিকেটারের সংখ্যা ছিল মাত্র ৫ জন। এর মধ্যে বাংলাদেশেরই ছিলেন ৩ জন।
অথচ আইসিসির সহযোগী দেশ হংকংকে বাদ দিয়ে পারফরম্যান্স বিবেচনা করলে তলানিতেই থাকবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিয়েছে সাকিবের দল। এই আসরে এমন বাজে পারফরম্যান্সের পেছনে আগ্রাসী ক্রিকেটের অভাব দেখছেন অনেকে।
বাংলাদেশের ব্যাটাররা শারীরিকভাবেই পাওয়ার হিটিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়, এমন কথা জাতীয় দলের ক্রিকেটারদের মুখেই শোনা গেছে বহুবার। তবে দক্ষতা আর টাইমিং দিয়েও বড় শট খেলা যায়, দ্রুত রান তোলা যায়।
সুজন বলেন, 'ছয় মারতে শুধু গায়ের জোর না, টেকনিক দরকার। টেকনিক গুরুত্বপূর্ণ, এটার সঙ্গে এক্সিকিউশনটাও দরকার। টেকনিক্যালি আমাদের সবাই ভালো। আমাদের সাহসের জায়াগাটা কম, আমরা সিদ্ধান্ত নিতে পারি না।'