মিডিয়ার কারণে ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পারছে না: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের ক্রিকেটে ব্যর্থতা মানেই যেন সমালোচনার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের মহড়া। কোন ব্যাটার বাজে শট খেলে আউট হলে কিংবা বোলার প্রত্যাশা মেটাতে না পারলে তাকে নিয়ে সমালোচনা হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার হলেও বাংলাদেশে সেটা খানিকটা আগ্রাসী ধরনের। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই তাদেরকে ট্রলের মুখে পড়তে হয়।


গঠনমূলক সমালোচনার বাইরে বিভিন্ন মিডিয়াও সমর্থকদের সঙ্গে তাল মেলাচ্ছেন। এসব ট্রল নিয়ে অনেক ক্রিকেটার অনেক সময় নিজেদের বিব্রতবোধের কথাও বলেছেন। এবার মিডিয়াকে এক হাত নিলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের এই টিম ডিরেক্টর জানান, মিডিয়ার কারণে ক্রিকেটাররা স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারেন না।


promotional_ad

ডেইলি স্টারের ননস্ট্রাইকার্স এন্ড অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুজন বলেন, ‘মিডিয়াতে কথা এখন এমনভাবে ছড়িয়ে যায় যেমন এখন আমাদের ক্রিকেটাররা সাক্ষাৎকার দিতে ভয় পায়। একটা কথা বলবো, এমন ‍টুইস্ট হবে ক্যারিয়ার শেষ।’


আরো পড়ুন

‘পাকিস্তানের ৮ ব্যাটারের কেউই জানে না মুস্তাফিজকে কীভাবে খেলতে হবে’

২ ঘন্টা আগে
চার ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

‘এমন হয়েছে যে মিডিয়া তাদের ক্যারিয়ার নিয়ন্ত্রণ করছে। এটা একেবারেই ভুল। তারপর আমি যে বললাম তারা স্বাধীনতা নিয়ে খেলতে পারছে না এটা কিন্তু ফেসবুক, ইউটিউব এবং মিডিয়ার কারণে। আমি একেবারে সোজা কথা বলে দিলাম।’


মিডিয়া দেখে ক্রিকেটাররা কতটা ভয় পান সাকিব আল হাসানকে দিয়ে সেটার উদাহরণ দিয়েছেন সুজন। বাংলাদেশের এই টিম ডিরেক্টর জানান, সাকিবের মতো ক্রিকেটাররাও এখন সিদ্ধান্ত নিতে ভয় পান। কারণ সিদ্ধান্ত ভুল প্রমাণিত হলে মানুষ কি বলবে সেটার ভয় কাজ করে তাদের মাঝে। এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানেরও উদাহরণ টেনেছেন তিনি। 


সুজন বলেন, ‘সাকিবের মতো ছেলে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। সাকিব তো বাংলাদেশের সবচেয়ে বড় নাম। ও (সাকিব) এখন সিদ্ধান্ত নিতে চিন্তাবোধ করে যে সুজন ভাই এটা করবো কিনা বা ঠিক হবে কিনা, মানুষ কি বলবে। আমি যদি এটা করাই, রিস্ক নেই, আমি যদি ওরে বল করাই আর তখন যদি মার খায় তাহলে সবাই বলবে সাকিব কেন ওরে বল করিয়েছে।’


তিনি আরও বলেন, ‘ইমরান খান কিভাবে দুর্দান্ত অধিনায়ক হয়েছে। ওর অধিনায়কের মধ্যে ছিল জুয়া। এই জুয়া খেলার মতো বাংলাদেশের ক্রিকেটারের একটারও নেই। মাঝে মধ্যে সেরকম পরিস্থিতিতে জুয়া খেলতেই হতে পারে, যে আপনার নিয়মিত বোলার নন তাকে চেষ্টা করতে হতেই পারে। কিন্তু আমি সাহস পাচ্ছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball