হেরে যাওয়া মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে: ওয়াসিম আকরাম
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের
১২ মার্চ ২৫
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বাড়তি চাপ। অবশ্য একই কথা প্রযোজ্য তাদের চিরপ্রতিপক্ষ ভারতের ক্রিকেটারদের ক্ষেত্রেও। তবে বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানি যেন একটু বেশিই চাপে থাকে। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অন্তত এমন কথাই বলে। উভয় ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে হেরে যাওয়া মানসিকতা থেকে বের হয়ে আসতে পাকিস্তান দলকে পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম।
চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে শেষ ওভারে জয়ের সমীকরণ মিলিয়ে জয় তুলে নেয় ভারত। প্রতিদ্বন্দীতাপূর্ণ ম্যাচ হলেও শেষ পর্যন্ত ভারতের কাছে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাবর আজমের দলকে।

এবার সুপার ফোরে আরও একবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দী। এই ম্যাচের আগে পাকিস্তান দলকে পরামর্শ দিয়ে ওয়াসিম আকরাম বলেন, 'পাকিস্তানকে তাদের হারের আগে হেরে যাওয়া মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। হয়তো সোশ্যাল মিডিয়ায় কৌতুক করা হয় দেখে এমন হয়।'
নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল
৩ ঘন্টা আগে
চলমান এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। হাইভোল্টেজ এই ম্যাচে ব্যাট হাতে শেষের সমীকরণ মিলিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এর আগে বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেস বোলিং অলরাউন্ডার।
গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের ম্যাচেও পার্থক্য গড়ে দিতে পারেন হার্দিক, এমনটাই ধারণা ওয়াসিম আকরামের। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের পছন্দের টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায়ও আছেন ভারতের এই অলরাউন্ডার।
ওয়াসিম আকরাম বলেন, ‘আমার এই ছেলেকে (হার্দিক) খুব পছন্দ, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ সে একজন পরিপূর্ণ অলরাউন্ডার। যেমন পাকিস্তান দলে আছে শাদাব খান। হার্দিকের কথা বললে, সে ১৪০ কিমি গতিতে বল করতে পারে, সে ফিল্ডারও হিসেবেও ভালো।’