promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেভিন ও'ব্রায়েন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড

২৩ মে ২৫
আয়ারল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন ম্যাথু ফোর্ড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেভিন ও'ব্রায়েন। এর আগে দীর্ঘ ১৬ বছর ব্যাটে-বলে আয়ারল্যান্ডকে সার্ভিস দিয়েছেন এই অলরাউন্ডার। মঙ্গলবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন।


২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কেভিন। এর বছর দুয়েক পর টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় এই অলরাউন্ডারের। লম্বা ক্যারিয়ারে আইরিশদের সাদা পোশাকের ক্রিকেট যাত্রারও সাক্ষী তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তারা।


promotional_ad

দেশের হয়ে লম্বা সময় ক্রিকেট খেললেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি এই অলরাউন্ডার। তাই এ বছরের শেষের দিকে বিশ্বকাপ থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সড়ে দাড়িয়েছেন। কারণ তিনি মনে করেন, আসন্ন এই বিশ্বকাপে আয়ারল্যান্ড দলে তার জায়গা হবে না।


কেভিন টুইটারে লিখেন, 'দেশের হয়ে ১৬ বছরে ৩৮৯ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি। আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ক্যারিয়ার শেষ করার আশা করেছিলাম কিন্তু গত বছরের বিশ্বকাপে আইরিশ দলে জায়গা না পাওয়ায় সামনেও আমি সুযোগ দেখছি না।'


আয়ারল্যান্ডের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে বাইশ গজে অনেক ঘটনার সাক্ষী হয়েছেন কেভিন। আইরিশদের অনেক গর্বের মুহূর্তও এসেছে তার হাত ধরে। আয়ারল্যান্ডের জার্সিতে খেলা প্রত্যেকটা ম্যাচ উপভোগ করতেন এই অলরাউন্ডার।


তিনি লিখেন, 'আমি আয়ারল্যান্ডের হয়ে খেলা প্রতিটি মিনিট উপভোগ করেছি। বাইশ গজে অনেক বন্ধু তৈরি করেছি এবং জাতীয় দলের হয়ে খেলার সময় থেকে আমার মনে রাখার মতো অনেক ভালো স্মৃতি আছে।'


আয়ারল্যান্ডের হয়ে ৩ টেস্টে প্রায় ৫২ গড়ে ২৫৮ রান করেছেন কেভিন। ওয়ানডেতে আইরিশদের হয়ে ১৫৩ ম্যাচে প্রায় ২৯ গড়ে ৩৬১৯ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১১৪ উইকেট। আর টি-টোয়েন্টিতে ১১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৭৩ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৫৮ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball