সাউথ আফ্রিকার লিগে ধোনিকে চায় না বিসিসিআই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ট্রেডমার্ক অফিসে ‘ক্যাপ্টেন কুল’ নামটাকে নিবন্ধন করালেন ধোনি

১ জুলাই ২৫
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

সাউথ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে চেয়েছিল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধীনে থাকা ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এতে আপত্তি জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


সাউথ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগে ছয়টি দলেরই মালিকানা কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি।


promotional_ad

জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে ধোনিকে পাঠাতে চেয়েছিলেন সিএসকে'র ম্যানেজমেন্ট। এ কারণে বিসিসিআইয়ের কাছে অনাপত্তিপত্রও চেয়েছিল তারা। বিসিসিআই অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি। তবে সেখানকার এক কর্মকর্তা ভারতের এক গণমাধ্যমকে জানিয়েছে, ধোনিকে অনাপত্তিপত্র দিতে নারাজ বিসিসিআই।


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

তিনি বলেন, 'সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সিএসকে'র দলে ধোনি যদি মেন্টর থাকতে চায় তাহলে আইপিএলের দল থেকে তাকে অবসর নিতে হবে। আইপিএলে চেন্নাইয়ের হয়ে সে আর খেলতে পারবে না তাহলে। তাকে এখানে অবসর নিতে হবে।'


'এটা পরিষ্কার যে, ঘরোয়া বা আন্তর্জাতিক মিলিয়ে কোনো ভারতীয় ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর না নিলে বিদেশে অন্য কোনো লিগে খেলতে পারবে না। একজন ক্রিকেটার তখনই খেলতে পারবে যখন বিসিসিআইয়ের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক ছিন্ন হবে।'


এদিকে ধোনির পাশাপাশি চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করা স্টিফেন ফ্লেমিংকেও ডাগ আউটে চায় জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি। ফ্লেমিংয়ে মেন্টর বা কোচ হিসেবে নিতে অবশ্য একটুও সমস্যা হবে না তাদের।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball