রুটকে টপকে টেস্টেও শীর্ষ ব্যাটার হবেন বাবর, বিশ্বাস জয়াবর্ধনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪২ ম্যাচে ১৭ জয়, তবুও বেতন বাড়ছে বাবর-রিজওয়ানদের

১০ জুলাই ২৫
পাকিস্তান দল, ফাইল ফটো

দীর্ঘ দিন ধরেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা বাবর আজম। সাদা পোশাকেও এই মুহূর্তে আইসিসি র‍্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা ব্যাটার তিনি। তবে শীঘ্রই টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হবে বাবর এমনটাই বিশ্বাস মাহেলা জয়াবর্ধনের।


সর্বশেষ প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। এই সময়ে তাকে সরিয়ে টেস্ট ব্যাটারদের মুকুট মাথায় পড়া বাবরের জন্য খুব একটা সহজ কাজ না। 


promotional_ad

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১১৯ এবং ৫৫ রানের অসাধারণ দুটি ইনিংস খেলেন বাবর। এই দুই ইনিংসে স্টিভ স্মিথকে টপকে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক। তার পয়েন্ট এখন ৮৭৪।


আরো পড়ুন

হেসনকে ‘থার্ডক্লাস কোচ’ বললেন পাকিস্তানের সাবেক পেসার

৫ মিনিট আগে
পিসিবি

জয়াবর্ধনে বলেন, 'আমি বলবো, বাবর আজমের একটা সুযোগ আছে (টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার হওয়ার)। সে তিন ফরম্যাটেই ধারাবাহিক এবং এটা তার র‌্যাঙ্কিংয়েই লক্ষ্য করা যায়। সে স্বাভাবিকভাবেই একজন প্রতিভাবান খেলোয়াড়। সে সব কন্ডিশনেই (ভালো) খেলে এবং নিজেকে মানিয়ে নিতে পারে।


ঘরের মাঠ কিংবা দেশের বাইরে সব জায়গায়ই পারফর্ম করেছেন বাবর। যেকোনো কন্ডিশনেই নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন তিনি। এর ফলে দেশের বাইরেও ব্যাট হাতে ধারবাহিক এই টপ অর্ডার ব্যাটার।


জয়াবরধনে মনে করেন, সাদা বল কিংবা লাল বল সব ফরম্যাটেই বেশ আত্মবিশ্বাসী থাকেন বাবর। আর এটাই তার সফল হওয়ার পেছনে বড় কারণ। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার বলেন, 'সে টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট যাই খেলুক না কেন, কোনো সময় বিচলিত হন না। সে দারুণভাবে নিজেকে মানিয়ে নেয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball