এশিয়া কাপ খেলতে মুখিয়ে সাইফউদ্দিন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

৯ জুলাই ২৫
অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরোটা খেলা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। আইসিসির দুটি ইভেন্টে খেললেও এখন পর্যন্ত এশিয়া কাপ খেলা হয়নি সাইফউদ্দিনের। 


জাতীয় দলের পাশপাশি অনুর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলেননি তিনি। তবে বড়দেরে এশিয়া কাপ খেলতে মুখিয়ে রয়েছেন সাইফউদ্দিন। এটি নিয়ে বাড়তি রোমাঞ্চও কাজ করছে বলে জানান তরুণ এই অলরাউন্ডার।


promotional_ad

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলার। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। যদি সুযোগ পাই অবশ্যই আনন্দিত হব।’


আরো পড়ুন

হেসনকে ‘থার্ডক্লাস কোচ’ বললেন পাকিস্তানের সাবেক পেসার

১০ মিনিট আগে
পিসিবি

লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে নেই সাইফউদ্দিন। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন প্রায় সাড়ে তিন মাস আগে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলে জাতীয় দলে ফিরেও ছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা হয়নি সাইফউদ্দিনের। বোলিং ফিটনেস নিয়ে অসন্তুষ্টি থাকায় চোট থেকে পুরোদমে সারিয়ে তুলতে ভারত পাঠানো হয় তাকে। সেখান থেকে ফিরে এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফুল রান আপে বোলিং শুরু করেছেন তিনি।


নিজের অগ্রগতি নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘কিছু দিন আগে ভারতের দিল্লি থেকে চিকিৎসা নিয়ে এসেছি। এরপর প্রথম ১ সপ্তাহ বেড রেস্ট ছিল। ১ সপ্তাহ পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। ২ দিন ধরে স্কিলের কাজ শুরু করেছি। আজ ফিজিও বায়েজিদ ভাই আমার বোলিং দেখেছে। সব মিলিয়ে পজিটিভ।’


‘প্রথম থেকেই আজ ফুল রান আপে বল করেছি। ইনটেনসিটি হয়তো শতভাগ ছিল না, আস্তে আস্তে বাড়াব। যেহেতু আমার শরীর, আমি তো বুঝতে পারছি অবস্থা। আগের চেয়ে ভালো বোধ করছি বলেই আত্মবিশ্বাসী আমি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball