সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে: জাদেজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল

১৫ জুলাই ২৫
শুভমান গিল, ফাইল ফটো

দেশের বাইরে এই প্রথমবার লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি পেলেন রবীন্দ্র জাদেজা। সেটাও আবার ইংল্যান্ডের কন্ডিশনে জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ড ব্রডদের সুইং আর বাউন্সের বিপক্ষে। এমন ইনিংস থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন এই অলরাউন্ডার।


এজবাস্টনে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে ভুগেছে ভারতের টপ অর্ডার। একশো পেরোনোর আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুকছিল ভারত। এরপর দলের হাল ধরেন ঋষভ পান্ত আর জাদেজা।


promotional_ad

এই দুইজনের কাউন্টার অ্যাটাকে আবারও ম্যাচে ফিরে জাসপ্রিত বুমরাহর দল। একপ্রান্তে পান্তের আক্রমণাত্মক ব্যাটিং আর অপর প্রান্তে জাদেজার মাস্টারক্লাস। শেষ পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন দুজনই। সাদা পোশাকের ক্রিকেটে দেশের বাইরে এই প্রথম তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি।


আরো পড়ুন

রেকর্ড নিয়ে আমার কোনো চিন্তা নেই: রুট

১ ঘন্টা আগে
জো রুটের সামনে এখন কেবলই শচিন টেন্ডুলকার, ফাইল ফটো

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর জাদেজা বলেন, 'আমি সত্যিই কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি। বিশেষ করে ইংল্যান্ডের মতো কন্ডিশনে সেঞ্চুরি করতে পেরে। এটি করতে পেরে খুব ভালো লাগছে।'


সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুবিধা করতে পারেননি জাদেজা। এমনকি বাজে পারফরম্যান্সের কারোণে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বও হারান এই অলরাউন্ডার। তবে সেই ব্যর্থতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পেরে খুশি তিনি। ভারতের হয়ে পারফর্ম করতে পারাটা তাকে বাড়তি তৃপ্তি দেয়।


জাদেজা বলেন, 'আইপিএল আমার মাথায় ছিল না। আপনি যখনই ভারতের হয়ে খেলছেন, আপনার পুরো মনোযোগ ভারতীয় দলের দিকে থাকা দরকার। আমার জন্যও একই ছিল, ভারতের হয়ে ভালো পারফর্ম করার চেয়ে বেশি ভালোলাগা আর কিছু হতে পারে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball