পিজেএলের মেন্টরের দায়িত্বে আফ্রিদি-মালিক-স্যামি-মিয়াঁদাদ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আফ্রিদির প্রশ্ন

২০ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শহীদ আফ্রিদি

পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে পাকিস্তান জুনিয়র লিগের (পিজেএল) আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে আগামী ১ অক্টোবর মাঠে গড়াবে নতুন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। যার ফাইনাল হতে পারে ১৫ অক্টোবর। 


এদিকে টুর্নামেন্ট শুরুর আগে চারজন মেন্টরের নাম প্রকাশ করেছে পিসিবি। যেখানে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের সঙ্গে রয়েছেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক এবং ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। পাকিস্তানের হয়ে ছয়টি বিশ্বকাপ খেলেছেন মিয়াঁদাদ। 


promotional_ad

সাবেক এই ক্রিকেটার দায়িত্ব পালন করবেন টুর্নামেন্টের মেন্টর হিসেবে। টুর্নামেন্ট চলাকালীন দলগুলোর মেন্টর ও ক্রিকেটারদের সহযোগিতা করবেন মিয়াঁদাদ। আর টিম মেন্টর হিসেবে কাজ করবেন আফ্রিদি, মালিক এবং স্যামি। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তারা।


আরো পড়ুন

পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক

১৫ মে ২৫
শোয়েব মালিক, ফাইল ফটো

টুর্নামেন্ট শুরুর আগে পিজেএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ করে দিয়েছে পিসিবি। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭ লাখ মার্কিন ডলার। তার আগে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক অনুরোধ জানিয়েছিলেন, যাতে ভিত্তি মূল্যে কিছুটা ছাড় দেয়া হয়।


কিন্তু সবদিক বিবেচনা করেই পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। লিগ শুরুর ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিত্তিমূল্যে পরিবর্তন আসার আর কোনো সম্ভাবনা নেই। তাছাড়া ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে পিসিবি। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল। প্রথম আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১৯টি।


এরই মধ্যে এই টুর্নামেন্টে দলগুলোর জন্য ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে পিসিবি। ইতোমধ্যেই মোট ২৪ টি প্রতিষ্ঠান পাকিস্তানের জুনিয়র লিগের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে আফ্রিদির মালিকাধীন একটি ফ্র্যাঞ্চাইজিও আছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball