এবার প্রধান কোচের ভূমিকায় জেপি ডুমিনি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রোটিয়াদের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ডুমিনি

৬ ডিসেম্বর ২৪
সংগৃহীত

সবধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন জেপি ডুমিনি। মাঝে লায়ন্স ফ্র্যাঞ্চাইজি ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার মেন্টর হিসেবেও ছিলেন সাবেক এই অলরাউন্ডার। কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ডুমিনিকে। 


দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক দল বোলান্ডের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে। আগামী দুবছর দলটির প্রধান কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। বোলান্ডের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে ডুমিনি বলেন, ‘আমি অনেক বেশি রোমাঞ্চিত এবং আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। খেলোয়াড়ি জীবন শেষে এ রকম একটি দলের কোচ হতে পারা আমার জন্য একটি দারুণ সুযোগ। বোলান্ড আমার হৃদয়ে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগে কোবরার হয়ে খেলার সময় এখানে অনেক সময় কাটিয়েছি।’


আরো পড়ুন

বিশ্রামে কামিন্স-স্টার্ক, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ওয়েন

৩০ জুলাই ২৫
প্রথমবারের মতো ওয়ানডে দলে মিচেল ওয়েন, ফাইল ফটো

‘বোল্যান্ডের মানুষ আমার কাছে বিশেষ কিছু। আশা করি, এই সুযোগটা আমাকে এই সম্প্রদায়ের কাছাকাছি যেতে সাহায্য করবে। এটা জনগণের প্রতিনিধিত্ব করার একটি সুযোগ। খেলোয়াড়দের বোঝার জন্য তাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার জন্য একটি বড় বিষয়।’


সাউথ আফ্রিকার জার্সিতে ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে এবং ৮১ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ২ হাজার ১০৩, ওয়ানডেতে ৫ হাজার ১১৭ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৯৩৪ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়া টেস্টে ৪২, ওয়ানডেতে ৬৯ এবং টি-টোয়েন্টিতে ২১ উইকেট নিয়েছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball