promotional_ad

প্রোটিয়াদের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ডুমিনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
মার্ক বাউচারের বিদায়ের পর ২০২৩ সালের মার্চে সাউথ আফ্রিকার সীমিত ওভারের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন জেপি ডুমিনি। এরপর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও প্রোটিয়াদের সঙ্গে ছিলেন তিনি। সেই বিশ্ব আসরে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল প্রোটিয়ারা।

promotional_ad

এমন সাফল্যের পরও দলটির দায়িত্ব ছেড়েছেন ডুমিনি। কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে চলেছে সাউথ আফ্রিকা। সিরিজ শুরুর মাত্র ৪ দিন আগেই দুঃসংবাদ পেল দলটি। ফলে পাকিস্তান সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ খুঁজতে হবে প্রোটিয়াদের।


আরো পড়ুন

নরকিয়া-এনগিডিকে ফিরিয়ে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

১৩ জানুয়ারি ২৫
ট্রফির সঙ্গে লুঙ্গি এনগিডি, ফাইল ফটো

অবশ্য কী কারণে সাউথ আফ্রিকা দলের দায়িত্ব ছেড়েছেন এই কোচ এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত কারণে প্রোটিয়া দলের সঙ্গে ছিলেন না ডুমিনি। এরপরও দলটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।



promotional_ad

হঠাৎ করেই এবার ১৯ মাসের চাকরির ইস্তফা দিলেন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে ডুমিনির চাহিদা অনেক। গত সেপ্টেম্বরে আইএল টি-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্স প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ডুমিনিকে।


এর আগে নিজের দেশের টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ২০২০ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় বলার পর ডুমিনির কোচিংয়ের হাতেখড়ি হয়েছিল ঘরোয়া ক্রিকেটের দল বোল্যান্ড রকসের প্রধান কোচের দায়িত্ব দিয়ে।



সেই সঙ্গে জাতীয় দল ও লায়ন্সের ব্যাটিং পরামর্শ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এসএ টোয়েন্টির উদ্বোধনী আসরে পার্ল রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডুমিনি। খেলোয়াড়ি জীবনে সাউথ আফ্রিকার হয়ে ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি খেলেছেন ডুমিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball