বাংলাদেশ সিরিজ নয়, আইপিএল খেলবেন রাবাদা-ডি ককরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাবাদার

১৯ আগস্ট ২৫
কাগিসো রাবাদা, ফাইল ফটো

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ চলার সময়ই পর্দা উঠবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কুইন্টন ডি কক, অনরিচ নরকিয়া, কাগিসো রাবাদাসহ দক্ষিণ আফ্রিকার অনেক তারকাই আইপিএলে চুক্তিবদ্ধ। জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সিরিজ চলাকালে আইপিএলেই খেলবেন রাবাদা-ডি ককরা।


আইপিএলের শুরু থেকেই প্রোটিয়াদের পেতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েক স্মিথের সঙ্গে আলোচনাও করে বিসিসিআই। ক্রিকইনফোর মতে, এই সভায় রাবাদা-নরকিয়াদের আইপিএলে পাঠাতে রাজি হয়েছে সিএসএ।


promotional_ad

সিএসএ'র এক বোর্ড কর্তা এই ব্যাপারে ক্রিকইনফোকে বলেছে, 'বিসিসিআইয়ের সঙ্গে আমাদের যে ব্যাপারে চুক্তি হয়েছে তা হচ্ছে, আইপিএলে আমরা আমাদের ক্রিকেটার পাঠাবো। আইপিএলের উইন্ডো এখন অনেক বড়। তবে আমাদের চুক্তি একই থাকছে।'


এর আগে বাংলাদেশ সিরিজে দলের তারকাদের স্কোয়াডে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন প্রোটিয়াদের টেস্ট দলপতি ডিন এলগার। এই সিরিজে প্রোটিয়া ক্রিকেটারদের দায়বদ্ধতার প্রমাণ দিতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।


এলগার বলেন, 'ক্রিকেটারদের উচিত হবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে স্পষ্ট করে জানিয়ে দেয়া যে তারা টেস্ট খেলবে নাকি আইপিএল খেলতে যাবে। ক্রিকেটারদের ওপরই এমন সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছেড়ে দেয়ায় পরিস্থিতি খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হয়, খেলোয়াড়দের দায়বদ্ধতা কোথায় সেটা এখন বোঝা যাবে।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৩১ মার্চ। এদিকে ২৬ মার্চ থেকে প্রায় দুই মাস ব্যাপী চলবে এবারের আইপিএল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball