আমি কোহলি হওয়ার চেষ্টা করবো না: ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডু প্লেসির চোটে কপাল খুলল জেসন রয়ের

১১ জুলাই ২৫
দ্য হান্ড্রেড

দলকে শিরোপা জেতাতে না পারলেও ম্যাচ জয়ের পরিসংখ্যান অবশ্য কথা বলে বিরাট কোহলির পক্ষে। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাদের  নিজস্ব নেতৃত্বে ধরনে সাফল্য পেলেও তাদের দুজনের মতো হওয়ার চেষ্টা করতে চান না ফাফ ডু প্লেসি।


অধিনায়ক হিসেবে সাফল্যের দিক থেকে ঢের এগিয়ে ধোনি। জাতীয় দলের মতো সাফল্য রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের জার্সিতেও। যেখানে চেন্নাইকে তিনবার শিরোপা জিতিয়েছেন ধোনি। 


promotional_ad

২০১১ সালে আইপিএলের নিলাম থেকে ডু প্লেসিকে দলে নিয়েছিল চেন্নাই। যদিও তার অভিষেক হয়েছিল পরের মৌসুমে। এরপর টানা ২০১৫ সাল পর্যন্ত হলুদ জার্সি গায়ে খেলেছেন। ২০১৭-২০১৮ সালে আইপিএলে চেন্নাই নিষিদ্ধ হলে তিনি খেলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে।


আরো পড়ুন

‘আপনাদের এই ক্ষতি আমাদের গল্পের অংশ’, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কোহলি

৩ সেপ্টেম্বর ২৫
বিরাট কোহলি, ফাইল ফটো

২০১৮ সালে চেন্নাই  আইপিএলে ফিরলে আবারও দলটিতে যোগ দেন তিনি। চেন্নাইয়ের হয়ে দুইবার আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। বরাবরই ধোনির অধীনে খেলেছেন ডু প্লেসি। যে কারণে ধোনির নেতৃত্ব সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে তার। 


এদিকে কোহলি র‌য়্যাল চ্যালেঞ্জার্সকে শিরোপা জেতাতে না পারলেও ফাইনাল খেলিয়েছিলেন। জাতীয় দলে প্রতিপক্ষ হওয়ায় কোহলির নেতৃত্ব গুণও ভালো জানা ডু প্লেসির। বেঙ্গালুরুর অধিনায়কত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি ধোনি কিংবা কোহলির মতো হওয়ার চেষ্টা করবেন না। 


ডু প্লেসি বলেন, ‘এটি (ধোনির নেতৃত্ব) আমাকে বিভিন্ন স্টাইল শিখিয়েছিল। তবে আপনার নিজস্ব একটা ধরন (নেতৃত্বের) থাকা গুরুত্বপূর্ণ। এটা এমন একটা জিনিস যা চাপের সময় আসে। সুতরাং আমি বিরাট কোহলির মতো হওয়ার চেষ্টা করবো না কারণ আমি বিরাট কোহলি নই। আমি এম এস ধোনি হওয়র চেষ্টাও করতে পারি না। কিন্তু এখানে আমি এমন কিছু শিখেছি যা আমার নেতৃত্বের ধরন ও অধিনায়ক হিসেবে পরিপক্ক হতে সাহায্য করেছে। আমি সেই যাত্রার জন্য কৃতজ্ঞ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball