ওয়ার্নের শেষ বার্তা কখনই ডিলিট করবেন না গিলক্রিস্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ার্নি, তুমি কি শুনতে পাচ্ছো?
৬ মার্চ ২২থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন শেন ওয়ার্ন। সেখানেই এক ভিলায় অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল এই স্পিন কিংবদন্তিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিলো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওয়ার্ন।
এরপরও এই জনপ্রিয় ক্রিকেটারের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছিল। এর ফলে ময়নাতদন্ত করে থাইল্যান্ড পুলিশ জানিয়েছে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে ওয়ার্নের। এদিকে মৃত্যুর আট ঘণ্টা আগে ওয়ার্নের সঙ্গে কথা হয়েছিল অ্যাডাম গিলক্রিস্টের।

যেখানে তাদের দুজন রড মার্শকে নিয়ে কথা বলেছিলেন। ওয়ার্ন মারা যাওয়ার ১২ ঘণ্টা আগে মৃত্যুবরণ করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি। শেষ মুহূর্তে দেয়া সেই বার্তা কখনও ডিলিট করতে চান না গিলক্রিস্ট।
ধোনিকে আর আইপিএলে দেখতে চান না গিলক্রিস্ট
৩০ এপ্রিল ২৫
এ প্রসঙ্গে এবিসি নিউজকে গিলক্রিস্ট বলেন, ‘সে (ওয়ার্ন) আমাকে মেসেজ করে বলেছিল, ‘চার্চ, রড মার্শকে অপূর্ব শ্রদ্ধাঞ্জলি দিয়েছি।’ তাকে (মার্শ) নিয়ে কথা বলতে পেরে আমি সম্মানিত ছিলাম।’
‘ওয়ার্নি আমাকে একটা ছোট্ট মেসেজ করেছিল এবং বলেছিল, ‘ভালো বলেছ, স্যার।’ ওটাই ছিল শেষ যোগাযোগ। এই একটি টেক্সট মেসেজ আমি কখনো ডিলিট করব না।’
অস্ট্রেলিয়ার হয়ে প্রায় ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়ার্ন। এই সময়ে দেশের হয়ে খেলা ১৪৫ টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ছাড়া আর কেউই ওয়ার্ন থেকে বেশি উইকেট পাননি। ১৯৯৩ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া ওয়ার্ন ১৯৪ ম্যাচে নেন ২৯৩ উইকেট।