ফিঞ্চের পরিকল্পনায় নেই টেস্ট ক্রিকেট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১০ ঘন্টা আগে
টেস্ট খেলার প্রতি আর আগ্রহ নেই অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক মনে করেন, তার জায়গায় তরুণরা খেলতে পারলে আরও বেশি খুশি হবেন তিনি।
অস্ট্রেলিয়াকে শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ফিঞ্চ ক্যারিয়ারে মোট পাঁচটি টেস্ট খেলেছেন। যেখানে প্রায় ২৮ গড়ে ২৭৮ রান করেছেন তিনি। শেষবার টেস্ট খেলতে ফিঞ্চ মাঠে নেমেছিলেন ২০১৮ সালে, ভারতের বিপক্ষে।

যদিও অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে সবসময়ই খেলেছেন তিনি। এবার অবশ্য শেফিল্ড শিল্ডে খেলার আগ্রহও কমে গেছে ফিঞ্চের। ৩৫ বছর বয়সী এই ওপেনার গাইছেন তারুণ্যের জয়গান।
তিনি বলেন, 'আমার মনে হয় না আমি আর খেলতে পারব (টেস্টে)। আমার এখন টেস্ট ক্রিকেট খেলার কোনো কারণ নেই, কেননা দলে এখন অনেক তরুণ ক্রিকেটার আছে। কয়েকজন অসাধারণ প্রতিভাবান তরুণ ক্রিকেটার আছে দলে।
'তারা লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিতে পারবে। লাল বলের খেলা আমি অবশ্যই ভালোবাসি। তবে এটাই হচ্ছে বাস্তব। সত্যি বলতে, আমাকে টেস্ট দলে খেলানোর ব্যাপারে আমি কোনো কারণ খুঁজে পাই না।'
টেস্ট ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বেশ দারুণ পরিসংখ্যান ফিঞ্চের। অজি অধিনায়ক ১৩২ ওয়ানডেতে করেছেন পাঁচ হাজার ২৩২ রান ও ৮৮ টি-টোয়েন্টিতে করেছেন দুই হাজার ৬৮৬ রান।