promotional_ad

ওয়ার্নের সঙ্গে বোলিং করতে পারা ছিল বিশাল সম্মানের: রশিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

শেন ওয়ার্নের মৃত্যু মেনে নিতে পারছেন না আফগান স্পিনার রশিদ খান। ২০১৯ সালে বক্সিং ডে টেস্টের বিরতিতে ওয়ার্নের সঙ্গে বোলিং করার সুযোগ হয়েছিল তার। সেই স্মৃতি অনেক সম্মানের বলে মনে করেন এই আফগান তারকা।


বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন সম্প্রচারকারীদের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়ার্নকে নিয়ে স্মৃতিচারণ করেছেন রশিদ। বিগ ব্যাশে খেলার সুবাদে বেশ কয়েকবার ওয়ার্নের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


promotional_ad

রশিদ বলেন, 'আমার জন্য বিশাল সম্মানের বিষয় যে, এমসিজিতে আমি তাঁর সঙ্গে বোলিং করেছি। আমরা সেদিন আমার লেগ স্পিন নিয়ে কথা বলেছি। আমি লম্বা ফরম্যাটে কীভাবে বল করব তা নিয়ে ওয়ার্নের সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব ছিলাম। উনি সবসময়ই আমাকে সাহায্য করার জন্য রাজি ছিলেন। যখনই বিগ ব্যাশে খেলতে যেতাম তাঁর সঙ্গে কথা বলেছি।'


আরো পড়ুন

ওয়ার্নি, তুমি কি শুনতে পাচ্ছো?

৬ মার্চ ২২
সংগৃহীত

ওয়ার্নের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই এমসিজির দিনগুলোর কথা মনে হচ্ছিলো রশিদের। তিনি বলেন, 'এ বছরও আমি লম্বা ফরম্যাটে বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছি। এই খবরটা সত্যিই অবিশ্বাস্য। আমার এখনও ওই স্মৃতিগুলো মনে পড়ে। যখনই তাঁর চলে যাওয়ার খবরটা শুনলাম আমার সেই এমসিজির দিনটার কথা মনে এসেছে, কতটা ভাল এবং বন্ধুসুলভ ভাবে তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন।'


ওয়ার্নের মৃত্যুর সংবাদ পাওয়ার পর রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি রশিদ। এই স্পিন জাদুকরের মৃত্যু ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি বলে আখ্যা দিয়েছেন আফগান লেগি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই স্পিনারের কাছ থেকে তরুণদের অনেককিছু শেখার ছিল বলেও মনে করেন তিনি।


তিনি বলেন, 'উনি তাঁর অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে চেয়েছেন। এটা ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি। আজ ম্যাচের জন্য তৈরি হওয়াটা খুব কঠিন ছিল। আমি বুঝছিলাম কিভাবে নিজের খেলাটা খেলব। সারাটা রাত তাঁর কথাই শুধু ভাবছিলাম। এমনকি আমি সকালে উঠেও বিশ্বাস করতে পারছিলাম না! কয়েকবার ফোন চেক করেছি যে কাল সত্যিই কি এমন কিছু হয়েছিল? কিন্তু এটাই জীবন। আপনি কখনই জানবেন না আপনার সময় কখন শেষ হবে। মেনে নিতেই হবে। তবে ওয়ার্নের চলে যাওয়াটা খুব দ্রুত। উনার থেকে আরো অনেক শেখার ছিল তরুণদের; বিশেষ করে আমার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball