অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে খেলবেন সিঙ্গাপুরের ডেভিড!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১১ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ঝড় তুলেছিলেন সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড। নিলাম থেকে ৮.২৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও তার ভিত্তিমূল্য ছিল মাত্র ৪০ লাখ। নিলামে মারকুটে এই ব্যাটারকে নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে।
যদিও শেষ মুহূর্তে তাকে চড়া মুল্য দিয়ে দলে ভিড়িয়ে চমক দেখায় মুম্বাই। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে এই টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছেন ডেভিড। এই ফ্র্যাঞ্চাইজি আসরে ১২ বলে ২৪, ১৮ বলে ৩৪, ১৯ বলে ৫১ ও ২৯ বলে ৭১ রানের মারকুটে কিছু ইনিংস খেলেছেন।
আইপিএলে ভালো করলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা মিলতে পারে এই তরুণ ব্যাটারের। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। এর আগে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সে একই সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে ডেভিড ও ওয়েডের।

অস্ট্রেলিয়া দলে ডেভিডের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে ওয়েড বলেন, ‘যদি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টিম ডেভিড আইপিএলে ভালো পারফর্ম করতে পারে, তাহলে নিঃসন্দেহে সে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলের রাডারে চলে আসবে। আমি নিশ্চিত অস্ট্রেলিয়ার নির্বাচকরা তার সঙ্গে কথা বলবে এবং নজরে রাখবে। আমি চাই সে একটি সুযোগপ পাক এবং সে পারফর্ম করুক।'
ডেভিডের ঝড় ম্লান করে পাঞ্জাবকে জেতালেন ওয়াদহেরা
১৯ এপ্রিল ২৫
বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে বড় বড় ছক্কা হাঁকানো এবং দ্রুত গতিতে রান করার দক্ষতায় ভর করে বেশ নাম কামিয়েছেন ডেভিড। সিঙ্গাপুরের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও লম্বা সময় অস্ট্রেলিয়ায় থাকায় সেই অজিদের হয়েও খেলার যোগ্যতা রয়েছে ডেভিডের। ৮৫ টি-টোয়েন্টি ম্যাচে ৩৪.৬৯ গড়ে ও ১৫৯.৩৯-র স্ট্রাইক রেটে ডেভিডের নামের পাশে রয়েছে ১ হাজার ৯০৮ রান।
ডেভিডের পাওয়ার হিটিং দক্ষতা দেখে মুগ্ধ ওয়েড। তিনি মনে করেন তার মধ্যে দুই ক্যারিবীয় মারকুটে ব্যাটার কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলের মতো বড় শট খেলার দক্ষতা রয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে ডেভিডের মতো কাউকে খুব বেশি দেখা যায়না বলেও আক্ষেপ করেছেন ওয়েড।
তিনি বলেন, 'ইনিংসের শেষদিকে সে যেভাবে খেলে অস্ট্রেলিয়ায় এমন কাউকে খুব বেশি দেখা যায় না। তার হাতে জোর আছে যেরকমটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের থাকে, পোলার্ড, রাসেলদের মতো। তাদের ব্যাটে বল টাইমিং না হলেও ছক্কা হয়।'
স্বদেশী মার্কাস স্টইনিসের উদাহরণ দিয়ে ওয়েড বলেন, 'অনেক, অনেকদিন ধরে এমন কাউকে অস্ট্রেলিয়ার ক্রিকেটে দেখিনি। আমাদের সবচেয়ে ভালো হিটার স্টইনিস এবং আমি মনে করেন ডেভিড ওর পাশেই থাকবে। এটা দারুণ ব্যাপার যে সে বাইরে গিয়ে ভালো খেলছে এবং এই লিগগুলো খেলছে। সে এখন প্রচুর ম্যাচ খেলছে।'