গিলক্রিস্ট-পান্ত প্রায় একই: পন্টিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা
১১ মে ২৫
আগ্রাসী ভঙ্গিমায় খেলার কারণে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে প্রায়ই তুলনা করা হয় ভারতের উইকেটরক্ষক ঋষভ পান্তকে। এবার এই তুলনাটি করলেন রিকি পন্টিং। কিংবদন্তি অজি অধিনায়কের চোখে গিলক্রিস্ট ও পান্ত 'প্রায়' একই।
গিলক্রিস্টের সঙ্গে লম্বা সময় ধরে খেলেছেন পন্টিং। অস্ট্রেলিয়ান এই উইকেটরক্ষক পন্টিংয়ের ডেপুটি হিসেবেও ছিলেন লম্বা সময়। সেই সুবাদে গিলক্রিস্টের ক্রিকেট দর্শন বেশ ভালোভাবেই জানা আছে পন্টিংয়ের।

একইসাথে পান্তকেও বেশ লম্বা সময় ধরে দেখছেন পন্টিং। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচ হওয়ার কারণে দলটির অধিনায়ক পান্ত সম্পর্কেও বেশ ধারণা রাখেন পন্টিং। দুজনের ব্যাটিংয়ের ধরনে দারুণ মিল খুঁজে পান পন্টিং।
ধোনিকে আর আইপিএলে দেখতে চান না গিলক্রিস্ট
৩০ এপ্রিল ২৫
তিনি বলেন, 'হ্যাঁ, তারা কিছুটা একই। ঋষভও মেরে খেলতে খুব পছন্দ করে। ঋষভ আরও বেশি চঞ্চল। উইকেটের পেছনে সে আরও বেশি কথা বলে। সে প্রতিযোগিতা পছন্দ করে। গিলিও প্রতিযোগিতা পছন্দ করত। কিন্তু সে আরও বেশি চুপ থাকে। নিজের মতো করে থাকে। ব্যাটিং করতে নামলে সে অবশ্য আলাদা। তখন সে পুরো ঋষভের মতই হয়ে যায়।'
যদিও গিলক্রিস্টের সঙ্গে তুলনা করার আগে পান্তকে আরও ৫০-৬০ ম্যাচ খেলতে দেয়া উচিত বলে মনে করেন পন্টিং। এখনই স্বদেশী কিংবদন্তির সঙ্গে পান্তের তুলনা করতে নারাজ তিনি??
পন্টিং আরও বলেন, 'তবে সর্বকালের সেরা একজন উইকেটরক্ষক ব্যাটারের সাথে তুলনা করার আগে, তাকে তার মতো করে ৫০-৬০ ম্যাচ খেলতে দেয়া উচিত।'